উত্তাল বাংলাদেশ! অবিলম্বে ইউনুসের নোবেল প্রত্যাহার করা উচিত! বিস্ফোরক দাবি অভিজিতের

বাংলা হান্ট ডেস্কঃ বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর যেভাবে অত্যাচার হচ্ছে, তার নিন্দায় সরব হয়েছেন বহু মানুষ। এই ঘটনার আঁচ ছড়িয়ে পড়েছে গোটা বিশ্বে। এই আবহে এবার ওপার বাংলার অস্থায়ী প্রধানমন্ত্রী মহম্মদ ইউনুসের নোবেল সম্মান প্রত্যাহার করা উচিত বলে দাবি তুললেন তমলুকের বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Gangopadhyay)। এই বিষয়ে নোবেল কমিটির ভাবনাচিন্তা করা উচিত বলে দাবি করেন তিনি।

  • ইউনুসের নোবেল ফেরানোর দাবি তুললেন অভিজিৎ (Abhijit Gangopadhyay)!

শনিবার সকালে বিমানবন্দরে দাঁড়িয়ে এই নিয়ে কথা বলেন পদ্ম নেতা (BJP)। অভিজিৎ বলেন, বাংলাদেশে ভীষণ অন্যায় হচ্ছে। ওপার বাংলার সরকার এই নিয়ে বিশেষ কিছু করছে বলে মনে হচ্ছে না। এরপরেই বাংলাদেশের অস্থায়ী প্রধানমন্ত্রীকে নিয়ে মুখ খোলেন তিনি।

অভিজিৎ (Abhijit Gangopadhyay) বলেন, ইউনুস নোবেল শান্তি পুরস্কারে ভূষিত হয়েছিলেন। আমার মনে হয়, বিগত প্রায় ৯০ দিন ধরে উনি যেভাবে বাংলাদেশকে চালাচ্ছেন একটা সম্পূর্ণ অবৈধ সরকার চলছে। কারণ সেদেশের প্রধানমন্ত্রী এখন ইস্তফা দেননি। একথা বলার পরেই নোবেল ফেরানোর কথা বলেন তমলুকের বিধায়ক।

আরও পড়ুনঃ ‘আপনাকে দ্রাবিড়ের মতো দেখতে’! শোনামাত্রই হেসে ফেললেন চন্দ্রচূড়! প্রাক্তন প্রধান বিচারপতি বললেন…

বিজেপি নেতা বলেন, নোবেল কমিটির এমন কোনও নিয়ম আছে কিনা তিনি জানেন না। তবে কোনও একটা সাধারণ আইন আছে, কর্তৃপক্ষ যদি কোনও একটা কাজ করতে চান, তাহলে সেই কাজ নাকচ করার ক্ষমতাও সাধারণত থাকে বলে মন্তব্য করেন তিনি। সেখান থেকেই নোবেল কমিটির ইউনুসের (Muhammad Yunus) নোবেল ফেরানো উচিত বলে দাবি করেন অভিজিৎ।

Abhijit Gangopadhyay

সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারি নিয়েও এদিন কথা বলেন এই বিজেপি সাংসদ। অভিজিৎ (Abhijit Gangopadhyay) বলেন, ‘যাকে গ্রেফতার করা হয়েছে, প্রথম দিন থেকে অন্যান্য সাধারণ অপরাধীদের সঙ্গে তাঁকে রাখা হচ্ছে। কোনও সভ্য দেশে এমন হয় বলে শুনিনি। আমাদের এখানে ইসকনের যিনি রয়েছেন, তিনি যে কোনও সময় প্রাণহানির আশঙ্কা করছেন। আপনাকে যদি আটকে রাখতেই হয়, সেক্ষেত্রে কোনও গেস্ট হাউস বা আলাদা অন্য কোনও স্থানে নিয়ে গিয়ে আটকে রাখুন’। বাংলাদেশে হিন্দুদের ওপর যেভাবে হামলা চালানো হচ্ছে এদিন তার তীব্র নিন্দাও জানান তিনি।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর