‘স্বচ্ছ ভোট হয়নি’, বাতিল হয়েছে যাবে এই গোটা জেলার ভোট? জল গড়ালো হাইকোর্ট পর্যন্ত

বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যে পঞ্চায়েত ভোট (Panchayat Vote) ঘিরে হাজারো কাণ্ড। ২০২৩ পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হওয়ার পর থেকেই উত্তপ্ত বাংলা। দিকে দিকে হিংসা-অশান্তির ঘটনা। গণতন্ত্রের উৎসবে হয়েছে দেদার ছাপ্পা, ভোট লুঠ থেকে শুরু ভোটকে কেন্দ্র করে প্রাণ গিয়েছে ৫০ জনের।

অন্যদিকে, ভোট পেরোলেও হিংসা অব্যাহত! এই নিয়ে আদালতের তোপের মুখে পড়ছে রাজ্য, রাজ্য নির্বাচন কমিশন। শাসকদলের বিরুদ্ধে রাস্তায় বিরোধীরা। স্বচ্ছ ভোট হয়নি, এই দাবিতে সরব বিরোধীরা। এই আবহেই এবার গোটা পুরুলিয়া (Purulia) জেলাতেই পুনর্নির্বাচন চেয়ে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) প্রধান বিচারপতির (Chief Justice) কাছে আবেদন।

জানা যাচ্ছে, ‘স্বচ্ছ ভোট হয়নি’, এই দাবি নিয়েই এবার গোটা পুরুলিয়া জেলাতে পুনর্নির্বাচন চেয়ে প্রধান বিচারপতির কাছে আবেদন করেছেন বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। স্বচ্ছ নির্বাচনের দাবিতে আবেদন জানিয়েছেন তিনি। নিরপেক্ষ তদন্তকারী সংস্থাকে তদন্তভার দেওয়ার আবেদনও জানানো হয়েছে সাংসদের তরফে।

bjp mp

অন্যদিকে, রাজ্য নির্বাচন কমিশন বিজ্ঞপ্তি দিয়ে জানাল, হাওড়ার সাঁকরাইলের ১৫টি, উত্তর ২৪ পরগনার হাবড়ার ৪টি বুথে ফের নির্বাচন হন। পুনর্নির্বাচন হবে হুগলির সিঙগুরের একটি বুথেও।

 


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর