ছাব্বিশের ভোটের আগেই বিরাট দাবি! ‘আর ক্ষমতায় ফিরবেন না মমতা’! বোমা ফাটালেন সাংসদ

বাংলা হান্ট ডেস্কঃ বছর ঘুরলেই বাজবে ভোটের দামামা। ছাব্বিশের বিধানসভা নির্বাচন (WB Assembly Elections) নিয়ে ইতিমধ্যেই ময়দানে নেমে পড়েছে তৃণমূল, বিজেপি। ভূতুড়ে ভোটার ইস্যুতে বর্তমানে সরগরম বাংলা। ভোটার লিস্টে কারচুপির অভিযোগে সোমবার সংসদে সরব হয় তৃণমূল (Trinamool Congress)। দুই কক্ষেই এই নিয়ে সুর চড়াতে দেখা যায় তাদের। এই আবহে তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) নিয়ে বিস্ফোরক দাবি করলেন বিজেপি সাংসদ। ‘মমতার শাসনের দিন শেষ হয়ে এসেছে’, বলেন দীনেশ শর্মা।

মমতাকে (Mamata Banerjee) নিয়ে চাঞ্চল্যকর দাবি বিজেপি সাংসদের!

মমতার অভিযোগ মতো এদিন বাংলার ভোটারের সঙ্গে হরিয়ানার ভোটারের এপিক নম্বরের মিল দেখান দমদমের তৃণমূল সাংসদ সৌগত রায়। লোকসভায় তিনি বলেন, ‘মহারাষ্ট্র, হরিয়ানার সঙ্গে একই রকম কারচুপি করা হয়েছে। পরের বছর বাংলা এবং অসমের ভোটেও ওরা এভাবে ঝাঁপাতে চলেছে। সম্পূর্ণ ভোটার তালিকা সংশোধন করতে হবে’।

নির্বাচন কমিশনকেও ভুলের জবাব দিতে হবে বলে মন্তব্য করেন সৌগত। এই বিষয়ে আশু সমালোচনার দরকার রয়েছে বলে জানান কংগ্রেস নেতা তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। এদিকে পাল্টা তৃণমূলের অভিযোগকে ‘হাস্যকর’ বলে কটাক্ষ করেন বিজেপি সাংসদ দীনেশ। দাবি করেন, বাংলায় আর ক্ষমতায় আসবেন না মমতা (Mamata Banerjee)।

আরও পড়ুনঃ অধিকার আছে? ১৮ মার্চের মধ্যে রিপোর্ট জমা দিন! স্থগিতাদেশ জারি করে নির্দেশ বিচারপতি সিনহার

একটি সংবাদসংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে বিরোধীদের নিশানা করেন বিজেপি সাংসদ। দীনেশ (Dinesh Sharma) বলেন, ‘ওরা মহারাষ্ট্রে হেরেছে, হরিয়ানায় হেরেছে, উত্তরপ্রদেশের উপনির্বাচনেও হেরেছে। এবার বাংলাতেও পরাজিত হতে চলেছে’।

West Bengal CM Mamata Banerjee reveals why she respects all religion

পশ্চিমবঙ্গে পরাজিত হওয়ার আগের যন্ত্রণা থেকেই তৃণমূল এখন বিরোধীদের সমর্থন কুড়োচ্ছে বলে দাবি করেন বিজেপি সাংসদ। এরপরেই মমতাকে (Mamata Banerjee) নিয়ে বিস্ফোরক দাবি করেন তিনি। দীনেশের কথায়, ‘তৃণমূল কংগ্রেস বাংলায় কোনও কাজই করেনি। আর সেই কারণে ভোটার তালিকা ও ইভিএম নিয়ে ইস্যু তৈরি করবে। তৃণমূল ঘুণাক্ষরে জানে হারবে। সেই জন্য তারা কারণ খাঁড়া করার চেষ্টা করছে। রাজ্যের শাসকদল তৃণমূল। আর বিজেপি নাকি ভোটার তালিকায় কারচুপি করছে। হাস্যকর অভিযোগ। মমতার শাসনের দিন শেষ হয়ে এসেছে। উনি আর বাংলায় ক্ষমতায় আসবেন না’।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর