লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে নয়া খবর! ১০০০ অতীত, এবার মিলবে ২০০০ টাকা? জোর শোরগোল

বাংলা হান্ট ডেস্কঃ পশ্চিমবঙ্গের মহিলাদের কথা ভেবে একাধিক প্রকল্প চালু করেছে রাজ্য সরকার। তার মধ্যে অন্যতম হল লক্ষ্মীর ভাণ্ডার (Lakshmir Bhandar)। ২০২১ বিধানসভা ভোটের পর চালু হয়েছিল এই প্রকল্প। রাজ্য সরকারের (Government of West Bengal) এই স্কিমে সাধারণ শ্রেণির মহিলাদের মাসিক ১০০০ টাকা এবং তফশিলি জাতি ও উপজাতি শ্রেণির মহিলাদের মাসিক ১২০০ টাকা করে দেওয়া হয়। এবার লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা বৃদ্ধির দাবি জানিয়ে মুখ্যমন্ত্রীর কাছে চিঠি জমা পড়ল।

  • লক্ষ্মীর ভাণ্ডার (Lakshmir Bhandar) ২০০০ টাকা করার দাবি জানিয়ে মমতাকে চিঠি!

২০২৪ লোকসভা ভোটের আগে লক্ষ্মীর ভাণ্ডারের অনুদান বাড়িয়েছে রাজ্য সরকার। বিগত কয়েকদিন ধরে গুঞ্জন শোনা যাচ্ছে, ২০২৬ বিধানসভা নির্বাচনের প্রাক্কালে ফের একবার ভাতা বাড়ানো হতে পারে। তবে তার আগেই এই প্রকল্পের (Government Scheme) অনুদান বৃদ্ধির দাবি মুখ্যমন্ত্রীকে (Mamata Banerjee) চিঠি দিলেন বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো।

বৃহস্পতিবার নিজের সমাজমাধ্যমে মুখ্যমন্ত্রীকে দেওয়া চিঠির ছবি শেয়ার করেন বিজেপি (BJP) সাংসদ। ক্যাপশনে লেখা, ‘পশ্চিমবঙ্গের তৃণমূল নেতাদের বাড়ি থেকে যেভাবে কোটি কোটি মজুত টাকা উদ্ধার হচ্ছে, সেই সব সাধারণ মানুষের টাকা পশ্চিমবঙ্গের মা, বোনেদের তথা পশ্চিমবঙ্গে নারীর প্রকৃত ক্ষমতায়নের জন্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে ২০০০ টাকা করে দেওয়ার দাবি জানিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়কে আবেদন জানালাম’।

আরও পড়ুনঃ বার ডান্সারকে ‘ফ্লাইং কিস’ ছুঁড়লেন TMC-র মুখ্য সচেতক! নির্মলের ভিডিও সামনে আসতেই শোরগোল

মমতাকে দেওয়া চিঠিতে অন্যান্য রাজ্যের উদাহরণও তুলে ধরেছেন জ্যোতির্ময় সিং মাহাতো। বিজেপি শাসিত মহারাষ্ট্রে মুখ্যমন্ত্রী মাঝি লড়কি বহিন যোজনা এবং ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী মইয়াঁ সম্মান যোজনার কথাও তুলে ধরেছেন তিনি। এই দুই প্রকল্পের উদাহরণ দিয়ে পশ্চিমবঙ্গের লক্ষ্মীর ভাণ্ডার (Lakshmir Bhandar) প্রকল্পের অনুদান বাড়ানোর দাবি জানিয়েছেন বিজেপি সাংসদ।

Jyotirmay Singh Mahato letter to Mamata Banerjee about Lakshmir Bhandar

উল্লেখ্য, ২০২১ বিধানসভা ভোটে জয়ী হওয়ার পর রাজ্যের মহিলাদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার (Lakshmir Bhandar) প্রকল্প চালু করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথম দিকে এই প্রকল্পে সাধারণ শ্রেণির মহিলাদের মাসিক ৫০০ টাকা এবং তফশিলি জাতি ও উপজাতি শ্রেণির মহিলাদের মাসিক ১২০০ টাকা করে দিত সরকার। তবে চলতি বছর সেই অনুদান বাড়ানো হয়েছে। এবার ফের একবার তা বাড়ানোর দাবি জানিয়ে চিঠি দেওয়া হল মুখ্যমন্ত্রীকে।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর