বাংলা হান্ট ডেস্কঃ ‘বিতর্ক’ শব্দটা যেন তাঁর সর্বক্ষণের সঙ্গী। বলিউড অভিনেত্রী তথা বিজেপি সাংসদ কঙ্গনা রানাওয়াত (Kangana Ranaut) মুখ খুললেই তৈরী হয় বিতর্ক। সামাজিক হোক কিংবা রাজনৈতিক যে কোন বিষয়ে কঙ্গনার (Kangana Ranaut) করা একটা মন্তব্য থেকেই তৈরি হয় ভুরি ভুরি বিতর্ক। বিশেষ করে রাজনীতিতে যোগ দেওয়ার পর থেকেই তাঁর মন্তব্যে বিতর্কের ঝাঁঝ গিয়েছে বেড়ে।
কঙ্গনার (Kangana Ranaut) হাতে নোটিশ ধরালো আদালত
বিতর্কিত মন্তব্যের জেরেই এবার হিমাচল প্রদেশের মান্ডির সাংসদ কঙ্গনার (Kangana Ranaut) হাতে নোটিশ ধরালো উত্তরপ্রদেশের আগ্রা এমপি-এমএলএ আদালত। তাও আবার যে সে বিতর্ক নয়, জাতির জনক মহাত্মা গান্ধী এবং কৃষক আন্দোলন সম্পর্কে আপত্তিকার মন্তব্যের অভিযোগে এবার বিজেপি সাংসদকে নোটিশ পাঠিয়েছে আদালত।
আগামী ২৮ সেপ্টেম্বরের মধ্যে জবাব দিতে হবে তাঁকে। আদালতে তাঁর বিরুদ্ধে যে বিতর্কিত মন্তব্য করার অভিযোগ উঠেছে তারই জবাব চাওয়া হয়েছে এদিন। গত ১১ সেপ্টেম্বর আগ্রা এমপি-এমএলএ আদালতে মামলা করেছিলেন রবি শংকর শর্মা নামে এক আইনজীবী। মহাত্মা গান্ধী এবং কৃষক আন্দোলন সম্পর্কে কুরুচিকর মন্তব্য করার অভিযোগে কঙ্গনার বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নেওয়ার আবেদন জানিয়েছিলেন তিনি।
আরও পড়ুন: ‘যদি কাউকে বলিস…’, বন্ধুর জন্মদিনে ডেকে নিয়ে গিয়ে নাবালিকাকে একাধিকবার ধর্ষণ, উত্তেজনা
এবার তাঁর সেই অভিযোগের ভিত্তিতেই কঙ্গনাকে নোটিশ পাঠাল আদালত। ঘটনার সূত্রপাত হয় আগস্ট মাসে। সে সময় একটি সোশ্যাল মিডিয়ায় পোস্টে মান্ডির সাংসদ কঙ্গনা লিখেছিলেন, ‘ভারতে কৃষক আন্দোলন বাংলাদেশের মতো পরিস্থিতি তৈরি করতে পারত। কিন্তু শেষ পর্যন্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিচক্ষণ সিদ্ধান্তের জন্যই তা হতে পারেনি।’ এখানেই শেষ নয়, সেইসাথে ওই পোস্টে তিনি লেখেন, ‘কৃষক আন্দোলন চলাকালীন ঝুলন্ত অবস্থায় বহু দেহ পাওয়া গিয়েছে। সেই সময় প্রচুর ধর্ষণের ঘটনাও ঘটেছে।’
এছাড়াও গত মাসের ২ অক্টোবর গান্ধী জয়ন্তীর দিন ইনস্টাগ্রামের একটি স্টোরিতে কঙ্গনা লিখেছিলেন, ‘দেশের কোনো পিতা হয় না, লাল (সন্তান) হয়, ধন্য এই ভারতমাতার সন্তানরা।’ এই পোস্টে লাল বাহাদুর শাস্ত্রীর ১২০তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধাও নিবেদন করেছিলেন তিনি। এছাড়াও এই বিজেপি সংসদের মুখে শোনা গিয়েছে একাধিক বিতর্কিত মন্তব্য। কখনও তিনি স্বাধীনতা সংগ্রামে গান্ধীর পথ এবং ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। আবার কখনও তিনি বলেছেন ১৯৪৭ সালে স্বাধীনতা মেলেনে মিলেছিল ভিক্ষা।