বাংলা হান্ট ডেস্কঃ আচমকাই দিল্লী গেলেন বঙ্গ বিজেপির (Bharatiya Janata party) যুব মোর্চার সভাপতি তথা বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ (Saumitra Khan)। তবে এবারের দিল্লী সফর ঘিরে তিনি মুখে কুলুপ এঁটেছেন। ওনাকে যখন জিজ্ঞাসা করা হয় যে, ওনার এই আচমকা দিল্লী সফরের উদ্দেশ্য কী? তখন তিনি মুখ খুলতে রাজি হননি। সৌমিত্রবাবু দিল্লীতে গিয়ে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার (JP Nadda) সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা করেন।
প্রাপ্ত খবর অনুযায়ী, জেপি নাড্ডার সঙ্গে বৈঠকে বাংলার হিংসা এবং নিগৃহীত কর্মীদের বিষয় নিয়ে আলোচনা করেন বিষ্ণুপুরের সাংসদ। প্রাপ্ত খবর অনুযায়ী, জেপি নাড্ডা ওনাকে এও জিজ্ঞাসা করেছেন যে, বাংলার বিজেপি সভাপতি দিলীপ ঘোষ এবং শুভেন্দু অধিকারীর সঙ্গে ওনার কাজ করতে কোনও অসুবিধে হচ্ছে কী না? যদিও, কিছুদিন আগে ক্ষোভে ফেটে পড়া সৌমিত্র খাঁ দলের নেতৃত্বদের প্রতি আশা জাহির করে বলেছেন যে, ওনার কারও সঙ্গেই কাজ করতে অসুবিধে হচ্ছে না।
Fight is the real thing,So I will say the last word in time Brother, I will start all over again with the blessings of All India President @JPNadda @OfficeofJPNadda @BJP4India jindabad.@narendramodi jindabad @AmitShah jindabad pic.twitter.com/RtaruC61mW
— Saumitra khan (@KhanSaumitra) July 16, 2021
সূত্রের খবর, সৌমিত্র খাঁ বলেছেন, দলটার নাম বিজেপি তাই আমি মন খুলে নিজের কথা বলতে পেরেছি। তবে আমার দলের কোনও নেতার সঙ্গেই বনিবনা নেই। আমরা সবাই এক হয়ে কাজ করব। বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকে সৌমিত্রবাবু এও জানিয়েছেন যে, আসন্ন পঞ্চায়েত নির্বাচনে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে তিনি তৃণমূলকে শূন্য করে দেখাবেন।
এছাড়াও বাঁকুড়ায় বিভিন্ন উন্নয়ন মূলক কাজের জন্য জেপি নাড্ডার কাছে আবেদন জানিয়েছেন তিনি। বাড়ি বাড়ি পানীয় জল, নতুন হাইওয়ে, হাসপাতালে, কেন্দ্রীয় বিদ্যালয়, বিষ্ণুপুরকে হেরিটেজ সিটি করার আবেদন জানিয়েছেন তিনি। প্রাপ্ত খবর অনুযায়ী, নিজের সংসদীয় এলাকায় ৫ বছরে ২৫ কোটি টাকা খরচের রূপরেখাও তৈরি করেছেন তিনি।
উল্লেখ্য, কিছুদিন আগে বিজেপির সাংসদ সৌমিত্র খাঁকে নিয়ে রাজ্য রাজনীতিতে তুমুল জল্পনা ছড়িয়েছিল। এমনকি বিষ্ণুপুরের সাংসদ যুবমোর্চার পদ থেকেও পদত্যাগ করেছিলেন। যদিও, পরে কেন্দ্রীয় নেতাদের অনুরোধে নিজের পদে আবারও বহাল হন তিনি। সৌমিত্রবাবু জানিয়েছেন, আমাকে নিয়ে জল্পনার কিছুই নেই। তিনি জানান, আমি আমৃত্যু পর্যন্ত বিজেপি দলের সঙ্গেই রয়েছি। কিছু মানুষ নিজেদের স্বার্থসিদ্ধির জন্য আমাকে নিয়ে জল্পনা ছড়াচ্ছে। তাঁরা তাঁদের কাজ করুক, আমি আমার কাজ করব।