‘এ রাজ্যে বিরোধী দল করতে গেলে..’, চারটি মামলায় আদালতে আত্মসমর্পণের পর যা বললেন সৌমিত্র খাঁ

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) নির্দেশ! তারপরই পৃথক চারটি মামলায় শনিবার বাঁকুড়ার বিষ্ণুপুর মহকুমা আদালতে আত্মসমর্পণ করেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ (BJP MP Saumitra Khan)। আদালতে আত্মসমর্পণের পরই তার আইনজীবী জানান তার মক্কেলের জন্য জামিনের আবেদন জানান হবে।

প্রসঙ্গত, চার বছর আগে বাঁকুড়ার পাত্রসায়র ও বিষ্ণুপুর থানায় পৃথক ভাবে দুটি মামলা দায়ের হয়েছিল গেরুয়া সাংসদ সৌমিত্র খাঁর নামে। অন্যদিকে চলতি বছর অর্থাৎ ২০২৩ সালেও সোনামুখী থানায় নেতার বিরুদ্ধে দু’টি পৃথক মামলা করা হয়।

কলকাতা হাইকোর্টের নির্দেশের পর এই চারটি মামলাতেই শনিবার আদালতে আত্মসমর্পণ করেন সৌমিত্র খাঁ। এই বিষয়ে সাংসদ বলেন, ‘‘মামলাগুলি এখনও আদালতে বিচারাধীন। তাই এ বিষয়ে বিশেষ মন্তব্য করা ঠিক হবে না। শুধু বলবো আদালতের প্রতি আমার পূর্ণ আস্থা আছে।”

আরও পড়ুন: ‘হোয়াটস্যাপে প্রমাণ..’, বাধ্য হয়ে কুণালের পুজোয় গিয়েছিলেন রাজ্যপাল, বিস্ফোরক দাবি কারামন্ত্রীর

soumitra 2

পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে অপোজিশন দল করতে গেলে হেনস্থার শিকার হতে হবে, এই বিষয়টিই উঠে আসে তার কথায়। সাংসদ বলেন, “এ রাজ্যে বিরোধী দল করতে গেলে যেমন সব রকমের মামলায় নাম জড়িয়ে দেওয়া হয়। আমার ক্ষেত্রেও ঠিক সেটাই হয়েছে। রাজ্যের সাধারণ মানুষগুলোও কথা বলতে গিয়ে, তাদের হয়ে অন্যায়ের প্রতিবাদে যাওয়া, তাদের পাশে দাঁড়ানোর জন্যই এই মামলাগুলিতে আমার নাম জড়িয়ে দেওয়া হয়েছে।’’

এই বিষয়ে সৌমিত্রের আইনজীবী জানান, ‘‘কলকাতা হাই কোর্ট ৭ নভেম্বরের মধ্যে সাংসদকে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছিল। আমার মক্কেল সেই নির্দেশ মেনে আত্মসমর্পণ করেছেন। আমরা আদালতে সাংসদের জামিনের আবেদন জনাব।’’

Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

X