‘হোয়াটস্যাপে প্রমাণ..’, বাধ্য হয়ে কুণালের পুজোয় গিয়েছিলেন রাজ্যপাল, বিস্ফোরক দাবি কারামন্ত্রীর

বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যের কারামন্ত্রী অখিল গিরি (Akhil Giri)। গত বছর রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর (President Draupadi Murmu) বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করে সমালোচনার শিকার হয়েছিলেন তৃণমূলের এই ‘হেভিওয়েট’ বিধায়ক। সেই ঘটনা জল গড়িয়েছিল বহুদূর। খোদ দেশের রাষ্ট্রপতিকে নোংরা ভাষায় আক্রমণের জেরে সারা দেশ জুড়ে ছিঃ ছিঃ পড়ে গিয়েছিল। সেই ঘটনার রেশ কাটতে না কাটতে এবার তার নিশানায় পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস (Governor CV Ananda Bose)।

রাজ্যপালকে একাধিক বার নাম করে না করে আক্রমণ করেছেন তৃণমূলের বহু নেতা, আর এবার সেই তালিকায় নাম জুড়ল পূর্ব মেদিনীপুরের রামনগরের বিধায়ক অখিল গিরির। গত শনিবার পূর্ব মেদিনীপুরের এক দলীয় সভা থেকে রাজ্যপালের বিষয়ে বিস্ফোরক অভিযোগ তুলেছেন কারামন্ত্রী। আর সেই মুহূর্তের ভিডিও সামনে এনে এবার তার শাস্তির দাবিতে সরব বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।

এদিন নিজের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে শুভেন্দু লিখেছেন, “আজ আমি রাজ্যের কারামন্ত্রী অখিল গিরির করা একটি চাঞ্চল্যকর অভিযোগের বিষয়ে মাননীয় রাজ্যপাল ডাঃ সি ভি আনন্দ বোসকে ইমেল পাঠিয়েছি। আশা করি তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।” এরপরই ঘটনার একটি ভিডিও ক্লিপ জুড়ে দেন শুভেন্দু।

সেই ভিডিওতে দেখা যাচ্ছে, রাজ্যপালকে উদ্দেশ্য করে অখিল বলছেন, “আমরা দেখছি। আমাদের হাতেও কাগজ রয়েছে। আমরা জানি না? সিভি আনন্দ বোসের ব্যাপার টা কী আমরা জানি না? কেন উঁনি কুণাল ঘোষের পুজো উদ্বোধন করতে গিয়েছিলেন আমরা জানি না নাকি? ”

এখানেই শেষ নয়, কারামন্ত্রী আরও বলেন, ” রাজ্যপাল তোমার হোয়াটস্যাপে কী আছে আমরা জানিনা নাকি? কেন তুমি ১০ তারিখ মুখ্যমন্ত্রীকে ডেকেছ আলোচনার জন্যে, ১০০ দিনের কাজের আলোচনার জন্যে তা আমরা জানি। তোমার হোয়াটস্যাপে কী আছে আমরা জানি। তোমার কলঙ্কও আমরা ধরবো। আমাদের ফাইল রেডি।’

শুভেন্দুর টুইটঃ 

https://x.com/suvenduwb/status/1721418154768027782?s=48&t=H-35pzf62xpOvQoyCyAm4w

cv bose suvendu akhil

আরও পড়ুন: এবার কেলেঙ্কারিতে সরাসরি নাম মুখ্যমন্ত্রীর! ভিডিও প্রকাশ করে যা বললেন অভিযুক্ত…, তোলপাড়

কারা মন্ত্রীর এই বক্তব্যকে হাতিয়ার করেই রাজ্যপালকে দেওয়া চিঠিতে শুভেন্দু লিখেছেন, “মন্ত্রী বলছেন যে আপনি একজন নির্দিষ্ট আয়োজকের দুর্গা পূজা প্যান্ডেল পরিদর্শন করেছেন কারণ তার হোয়াটসঅ্যাপে আপনার বিরুদ্ধে কিছু “কলঙ্কজনক” তথ্য আছে। আপনি মুখ্যমন্ত্রীকে MGNREGA সমস্যা নিয়ে আলোচনা করার জন্য আপনার সাথে দেখা করতে বলেছেন, কারণ এই “হোয়াটসঅ্যাপে কিছু নির্দিষ্ট তথ্য” রয়েছে। যা আপনাকে এটা করতে বাধ্য করেছে এবং তাদের (পশ্চিমবঙ্গ সরকার) আইবি (ইন্টেলিজেন্স ব্রাঞ্চ) রয়েছে এবং ফাইলগুলি প্রস্তুত রয়েছে। নবান্নে এবং তারা আপনাকে দূরে যেতে দেবে না।”

শুভেন্দু আরও লেখেন, “আমি বিশ্বাস করি যে মন্ত্রীর এই বিবৃতিটি কেবল আপনার ব্যক্তিগত ভাবমূর্তিই ক্ষুণ্ন করেনি, রাজভবন এবং রাজ্যপালের চেয়ারের পবিত্রতাকেও ক্ষুন্ন করেছে। আমি আপনাকে একটি স্পষ্টীকরণ বা বিবৃতি জারি করে এই ভিত্তিহীন অভিযোগ প্রত্যাখ্যান করার জন্য অনুরোধ করছি যে পূজা প্যান্ডেলে আপনার সফর ছিল একটি সৌজন্যমূলক সফর এবং মুখ্যমন্ত্রীর সাথে নির্ধারিত বৈঠকটি পশ্চিম রাজ্যের সাংবিধানিক প্রধান এবং প্রশাসনিক প্রধানের মধ্যে স্বাভাবিক কার্যকলাপ।”

শুভেন্দুর কথায়, “এবার আপনাকে অবশ্যই রাজ্য সরকারের কাছে উক্ত মন্ত্রীর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য জোরালো সুপারিশ করতে হবে। তাকে অবিলম্বে বহিষ্কার করতে হবে কারণ তিনি মাননীয় রাষ্ট্রপতি এবং মাননীয় রাজ্যপালের বিষয়ে এই ধরনের মন্তব্য করার পর তিনি মন্ত্রী হিসাবে কাজ করার উপযুক্ত নন।”

শেষে রাজ্যপালকে উদ্দেশ্য করে শুভেন্দু বিস্ফোরক মন্তব্য করে বলেন, “আমি আশা করি আপনি আমার অনুরোধটি বিবেচনা করবেন এবং প্রয়োজনীয় কাজটি করবেন কারণ যেকোন নিষ্ক্রিয়তা বলে দেবে যে মন্ত্রীর অভিযোগে অবশ্যই তাহলে কোনও সত্যতা রয়েছে। নীরবতা প্রতিবার মর্যাদাপূর্ণ নাও হতে পারে, উল্টে দুর্বলতা হিসাবেও ধরা যেতে পারে।”

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর