এক জেলাতেই বাতিল ৮ লক্ষ রেশন কার্ড! জ্যোতিপ্রিয় গ্রেফতার হতেই উঠে এল বিরাট তথ্য

বাংলা হান্ট ডেস্ক : প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক (Jyotipriya Mallick) গ্রেফতার হওয়ার পর থেকেই তোলপাড় পশ্চিমবঙ্গের (West Bengal) রাজনৈতিক মহল। রেশন দুর্নীতির (Ration Card) মামলায় তার নাম জড়িয়েছে। উল্লেখ্য, গত দুই বছরে প্রচুর অবৈধ রেশন কার্ড বাতিল করেছে প্রশাসন। যারমধ্যে কেবল মুর্শিদাবাদেই প্রায় ৮ লক্ষ ২৬ হাজার রেশন কার্ড বাতিল করা হয়েছে। স্বাভাবিকভাবেই গোট রাজ্য জুড়ে শুরু হয়েছে চাঞ্চল্য। বিরোধীরাও তীব্র কটাক্ষ করছে তৃণমূলকে।

প্রসঙ্গত উল্লেখ্য, এর আগে রেশন বণ্টনের দুর্নীতি রুখতে চালু করা হয়েছিল ডিজিটার রেশন কার্ড। তবে তাতে দুর্নীতি বন্ধ হওয়ার জায়গায় দিনদিন বেড়েই চলে। তথ্য সামনে আসতেই খাদ্য দফতরও তৎপরতার সাথে ভুয়ো রেশন কার্ড ব্লক করার কাজ শুরু করে দেয়। এরপর গত ২০২১ সালে খাদ্য দফতর থেকে সরানো হয় জ্যোতিপ্রিয় মল্লিককে।

তদন্তকারী কর্মকর্তারা জানান, একই ব্যক্তির একাধিক রেশন কার্ড থেকে শুরু করে মৃত ব্যক্তির নামে রেশন কার্ড, আধার কার্ডের সাথে রেশন কার্ডের লিঙ্ক না থাকার মত অবৈধ কার্যকলাপ চলে আসছিল এতদিন। আর এবার বিষয়টা নিয়ে ছেড়ে কথা বলছেনা বিরোধীরাও। সম্প্রতি বিজেপি অভিযোগ তুলেছে, রেশন দুর্নীতিতে জেলার অনেকেরই নাম রয়েছে। অন্যদিকে কংগ্রেসের বক্তব্য, রেশন দুর্নীতির জাল মুর্শিদাবাদেও বিস্তৃত। এর সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক।

আরও পড়ুন : নিয়ন্ত্রণ হারিয়ে পরপর গাড়িকে পিষল বাস! ঠাকুরপুকুরে ভয়ঙ্কর দুর্ঘটনায় গুরুতর আহত ২১

jyotipriya mallick ed ration scam

যদিও তৃণমূল এই অভিযোগ মানতে নারাজ। শাসকদলের দাবি, পশ্চিমবঙ্গ সরকার স্বচ্ছ বলেই এই বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে। এবং ইতিমধ্যেই এতগুলো রেশন কার্ড বাতিলও করা হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য, রাজ্য তথা গোটা দেশেই আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষদের জন্য এই রেশন ব্যবস্থা চালু রয়েছে। এখানে নূন্যতম মূল্যের বিনিময়ে খাদ্যবস্তু দেওয়া হয় জনসাধারণকে।

আরও পড়ুন : OYO বুক করে মস্তি করার দিন শেষ! কাপলদের রাতের ঘুম উড়িয়ে দিয়ে নয়া নিয়ম আনল সংস্থা

ration card 2

সূত্রের খবর, বর্তমানে রাজ্যে প্রায় ১০ কোটি ৭০ লক্ষ রেশন কার্ড রয়েছে। যার পেছনে প্রতিবছরই গ্যালন গ্যালন টাকা বিনিয়োগ করতে হয়। এমতাবস্থায় মৃত ব্যক্তির নামে রেশন কার্ড বা একই ব্যক্তির নামে একাধিক রেশন কার্ড যে সরকারের কত বড় ক্ষতি করছে সেকথা বলাই বাহুল্য। তথ্য সামনে আসা মাত্রই তদন্ত শুরু করে প্রশাসন। এবং তারপর দেখা যায়, গোটা রাজ্যে ৮ কোটি ৭৮ লক্ষ সঠিক রেশন কার্ড রয়েছে। বাকি ২ কোটি কার্ড জাল। আপাতত প্রশাসনের তরফ থেকে এই ২ কোটি রেশন কার্ড নিষ্ক্রিয় করা হয়েছে। তবে উপযুক্ত প্রমাণ দেখাতে পারলে নিস্ক্রিয় কার্ড পুনরায় সক্রিয় করা হবে বলে খবর।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর