বাংলা হান্ট ডেস্কঃ আগামীকাল দ্বিতীয় দফার ভোট। বাঁকুড়ার বিষ্ণুপুরে সব কটি আসনে ভোট হবে আগামীকাল। এবার বাঁকুড়ায় উন্নয়ন বনাম অনুন্নয়নের ভোটে শামিল হয়েছে দুই রাজনৈতিক দল। বিজেপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে বাঁকুড়ায় তৃণমূল ১০ বছরে উন্নয়ন করেনি। বিজেপির দাবি, শুধুমাত্র বালি চুরি, কয়লা চুরি, বনের কাঠ চুরি, আর সরকারি কোষাগারে কোটি কোটি টাকার টেন্ডার দুর্নীতি করেছে তৃণমূল।
বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ দাবি করেছেন তাঁরা যদি ক্ষমতায় আসে তাঁরা বিষ্ণুপুর শহরকে হেরিটেজ সিটি ঘোষনা করবে। বিষ্ণুপুর শহর হেরিটেজ সিটির আখ্যা পেলে প্রায় হাজার কোটি টাকার আর্থিক অনুদানও পাবে। বিজেপি দশটি দাবিকে সামনে রেখেছে একুশের বিধানসভা ভোটে। প্রথমত, বিষ্ণুপুরে যে ঐতিহ্য আছে সেই লালমাটির ঐতিহ্য কে আরো এগিয়ে নিয়ে যাবে। দ্বিতীয়ত, বিষ্ণুপুরকে যেই শিল্পাঞ্চল তৈরি কথা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন সেই শিল্প কার্যত থমকে রয়েছে, সেটি আবার পুনরায় চালু হবে এবং কয়েক হাজার যুবকের কর্মসংস্থান হবে।
তৃতীয়ত, সোনামুখী থেকে একটি বাইপাস তৈরি হবে। চতুর্থত, বাঁকুড়া এবং বিষ্ণুপুরে দুটি মহিলা কলেজ হবে। পঞ্চমত, পানীয় জলের জন্য সেন্ট্রাল গভমেন্ট যে কয়েক হাজার কোটি টাকা দিয়েছে সেই টাকা সঠিকভাবে ব্যবহার করে প্রত্যেকটা মানুষের ঘরে জল পৌঁছে যাবে। ষষ্ঠমত, কেন্দ্র এবং রাজ্যের যৌথ সরকার করে সাংসদ তহবিল থেকে আরও বেশি টাকা দিয়ে বাঁকুড়া বিভিন্ন এলাকায় তারা উন্নয়ন করবে।
সপ্তমত, একটি AIIMS জঙ্গলমহলে হওয়ার কথা রয়েছে সেটি বাঁকুড়ায় করার জন্য কেন্দ্র সরকারের কাছে আবেদন করবে। উন্নত মানের খেলার আধুনিক স্টেডিয়াম তৈরি করা হবে এবং মানুষের নাগরিক পরিষেবা এবং নারী নিরাপত্তার জন্য গোটা বিষ্ণুপুর কে সিসিটিভিতে মুঁড়ে ফেলা হবে এবং মহিলা পুলিশের সংখ্যা বাড়ানো হবে।
অষ্টমত, বাঁকুড়ার বিষ্ণুপুরের পোড়া মাটির জিনিস এবং বালুচরী শাড়ি বিশ্বের দরবারে পৌঁছে দেওয়া হবে। নবম, আত্মনির্ভর ভারতের মধ্যে দিয়ে বাঁকুড়ার কুটির শিল্পকে এগিয়ে নিয়ে যাওয়া হবে, এরফলে প্রচুর শ্রমিকের কর্মসংস্থান হবে। দশম, বিষ্ণুপুরে একাধিক মন্দির রয়েছে, সেই মন্দিরগুলোকে পুনর্নির্মাণ করা হবে এবং বড়জোড়াকে স্মার্ট সিটির আওতাভুক্ত করা হবে।
বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের সাংসদ সৌমিত্র খাঁ বলেন এই দশটা দাবি নিয়ে বিষ্ণুপুরবাসিকে ভারতীয় জনতা পার্টির সমর্থন করার জন্য আবেদন করা হবে। তিনি বিষ্ণুপুরের প্রতিটি আসনে জয়লাভ করায় আত্মবিশ্বাসী। এখন দেখার বিষয় ২ মে শেষ হাসি কে হাসে। কিন্তু ২০১৯ এর লোকসভার নির্বাচনের নিরিখে বিষ্ণুপুরের প্রতিটি বিধানসভায় এগিয়ে বিজেপি, তাই এবারও সেখানে প্রতিটি বিধানসভায় বিজেপি জিতবে বলে আত্মবিশ্বাসী বিজেপি নেতৃত্ব।