বাংলা হান্ট ডেস্কঃ সরস্বতী পুজোর দিন সন্দেশখালি (Sandeshkhali) যাওয়ার পথে গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। গতকাল থেকেই হাসপাতালে ভর্তি রয়েছেন বালুরঘাটের বিজেপি সাংসদ। এখন কেমন আছেন তিনি? বুধবার রাতে সুকান্তকে হাসপাতালে দেখে জানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।
শুভেন্দু জানান, সুকান্ত মজুমদার আইসিইউ- তে রয়েছেন। বমি বমি ভাব আছে বিজেপির রাজ্য সভাপতির। পাশাপাশি তার বুকে, পাঁজরে, কোমরে ব্যথা আছে। স্যালাইন ছাড়া কিছুই নিতে পারছেন না। তবে খুব শীঘ্রই সুকান্তকে পুরোনো ছন্দে দেখা যাবে বলে আশাবাদী বিরোধী দলনেতা।
জানিয়ে রাখি, বর্তমানে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন সুকান্ত। বৃহস্পতিবার দুপুরে পাওয়া খবর অনুযায়ী এখন অনেকটা ভালো রয়েছেন বিজেপি নেতা। তবে এখনও আইসিইউ- তেই চিকিৎসকদের তত্ত্বাবধানে রাখা হয়েছে তাকে।
বুধবার সন্দেশখালি যাওয়ার পথে টাকিতে পুলিশের সঙ্গে ঝামেলার পর আচমকাই অসুস্থ হয়ে পড়েন সুকান্ত। একেবারে মাটিতে লুটিয়ে পড়েন বিজেপি সাংসদ। বেশ কিছু মাটিতেই পড়ে থাকেন তিনি। সেখান থেকে সুকান্তকে তড়িঘড়ি নিয়ে যাওয়া বসিরহাট জেলা হাসপাতালে। সেখানেই প্রাথমিক চিকিৎসা হয় সুকান্তর। তারপর তাকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।
বর্তমানে সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে নিউরো ইন্টেন্সিভ কেয়ার ইউনিটের বেড নম্বর ১২৯-এ ভর্তি রয়েছেন তিনি। গতকাল ঘটনাস্থলে উপস্থিত বিজেপি কর্মীরা জানান, সুকান্ত দীর্ঘ ক্ষণ সংজ্ঞাহীন ছিলেন। অবস্থা ভাল না থাকায় অক্সিজেন সাপোর্টে কলকাতায় নিয়ে যাওয়া হয়েছিল বিজেপির রাজ্য সভাপতিকে।
বুধবার রাতেই তার পেটে, বুকে, মাথায়, ঘাড়ে, স্পইনাল কর্ডে সিটি স্ক্যান করা হয়। পাশাপাশি চলে সেলাইন, অক্সিজেন এবং পেইন কিলার। এদিকে সুকান্তর অসুস্থতার খবর পেয়ে গতকালই দিল্লি সফর কাটছাঁট করে রাজ্যে ফিরে আসেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। রাতেই সুকান্তকে দেখতে হাসপাতালে যান তিনি।