‘OMG আপনি তো ওদের ৮টায় বাড়ি ঢুকে যেতে বলেছিলেন’, বিশ্বকাপ-জয়ীদের শুভেচ্ছা জানাতেই মমতাকে খোঁচা বিজেপির

Published on:

Published on:

mamata banerjee(13)

বাংলা হান্ট ডেস্কঃ মেয়েরা রাঁধে, মেয়েরা চুলও বাঁধে, আর সেই মেয়েরাই বিশ্বও জয় করে। দক্ষিণ আফ্রিকাকে ৫২ রানে হারিয়ে একদিবসীয় ক্রিকেটের বিশ্বকাপে ঐতিহাসিক জয় পেল হরমনপ্রীত কৌরের দল (Indian Women Cricket team)। দেশের মেয়েদের জয়ে আজ উচ্ছ্বাসিত গোটা ভারত। একদিনের ক্রিকেটে প্রথমবার বিশ্বজয়ে মহিলা ক্রিকেট টিমকে শুভেচ্ছা-বার্তায় ভরিয়ে দিচ্ছেন সকলে। শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও (Mamata Banerjee)। আর সেই নিয়েই শুরু হয়েছে নয়া বিতর্ক।

মহিলাদের মুখ্যমন্ত্রীর অভিনন্দন-বার্তা, আর এর পাল্টা মমতারই সাম্প্রতিক সময়ে করা এক বক্তব্য নিয়ে সরব বিজেপি

কি লিখেছেন মুখ্যমন্ত্রী? Mamata Banerjee

এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী লেখেন, ‘আজ, গোটা দেশ উইমেন ইন ব্লু-র বিশ্বকাপ ফাইনালের কৃতিত্বে গর্বিত। টুর্নামেন্ট জুড়ে তারা যে লড়াই এবং যে কর্তৃত্ব দেখিয়েছে তা তরুণীদের প্রজন্মের জন্য অনুপ্রেরণা। তোমরা প্রমাণ করেছ যে তোমরা শীর্ষ স্তরে একটি বিশ্বমানের দল। আমাদের কিছু অসাধারণ মুহূর্ত উপহার দিয়েছ তোমরা। তোমরা আমাদের নায়ক।’

পাল্টা কি বলছে গেরুয়া শিবির? BJP

মুখ্যমন্ত্রীর টুইটের পাল্টা BJP West Bengal খোঁচা দিয়েছে লিখেছে, ‘OMG (Oh My God) ওঁরা ১২টা পর্যন্ত খেলছিলেন ! কিন্তু আপনি তো ওঁদের ৮টার মধ্যে বাড়ি ঢুকে যেতে বলেছেন।’

প্রসঙ্গত, কিছুদিন আগে দুর্গাপুরের মেডিক্যাল কলেজের ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগকে কেন্দ্র করে যে সময় গোটা বাংলা উত্তাল, সেই সময় গোটা পরিস্থিতিতে আরও উত্তাপ চড়িয়েছিল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মেয়েদের নিয়ে করা এক মন্তব্য।

Mamata Banerjee

আরও পড়ুন: SSC শিক্ষক নিয়োগ পরীক্ষার ফলপ্রকাশ এই দিন, সামনে এল তারিখ, ইন্টারভিউ কবে থেকে?

মুখ্যমন্ত্রী বলেছিলেন, “ওই মেয়েটি বেসরকারি মেডিক্যাল কলেজে পড়ছিল। বেসরকারি কলেজে….কার দায়িত্ব। রাত ১২.৩০-এ বেরোল কী করে?” মুখ্যমন্ত্রী আরও বলেছিলেন, “বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে, রাতের বেলায় বাইরে বেরোতে দেওয়া উচিত নয়। নিজেদের রক্ষা করতে হবে। বিশেষ করে জঙ্গল এলাকায়।” এই প্রসঙ্গকেই হাতিয়ার করে মমতাকে খোঁচা বিজেপির।