দিল্লির জামা সহ অন্যান্য মসজিদেও জ্বলবে প্রদীপ! রাম মন্দির উদ্বোধনের দিন বড় কর্মসূচি বিজেপির

বাংলা হান্ট ডেস্ক : আপনারা হয়তো সকলেই জানেন ২২শে জানুয়ারি অযোধ্যায় (Ayodhya) রাম মন্দির (Ram Mandir) প্রতিষ্ঠা করা হচ্ছে। তাই ভারতীয় জনতা পার্টির (BJP) পক্ষ থেকে একটি বার্তা দেওয়া হয়েছে। যা অনেক নেতা মন্ত্রীরা মেনে নিলেও কিছু এমন মন্ত্রীও আছেন যারা বাধা সৃষ্টি করার চেষ্টা করেছেন। জানেন কী সেই বার্তা? যা নিয়ে নানান মানুষের নানান বক্তব্য। চলুন দেখে নি।

রাম মন্দিরের পবিত্র অনুষ্ঠানের আগে ১০ দিনের জন্য ১২০০টি মসজিদ (Mosque) এবং দরগায় (dargah) প্রদীপ জ্বালানোর পরিকল্পনা করা হয়েছে। এই দীপোৎসবটি অনুষ্ঠিত হবে ১২ই জানুয়ারি থেকে ২২শে জানুয়ারি পর্যন্ত। এই ২২শে জানুয়ারি দিনটি ভারতের সমস্ত মানুষের কাছে একটি বড় দিন।

এই বিষয়ে বিজেপি সংখ্যালঘু মোর্চার জাতীয় সভাপতি জামাল সিদ্দিকী (JamalSiddiqui) বলেছেন, ‘আমরা দিল্লির জামা মসজিদ (Jama Masjid) এবং নিজামুদ্দিন আউলিয়া (Nizamuddin Auliya) দরগার মতো অনেক জায়গাতেই প্রদীপ জ্বালানোর পরিকল্পনা করছি’।

এছাড়া বিজেপি সংখ্যালঘু দলের সদস্য ইয়াসের জিলানি (Yasir jilani) বলেছেন, ‘আমরা দেশের ছোট বড় মসজিদ এবং দরগাগুলিতে প্রদীপ জ্বালাবো। তাছাড়া আমরা অন্যান্য ধর্মীয় স্থানগুলিকেও চিহ্নিত করেছি। দিল্লির মধ্যে প্রায় ৩৬টি স্থান চিহ্নিত করা হয়েছে’। এছাড়া জিলানী জোর দিয়ে এ কথাও বলেছেন, ‘যারা ইচ্ছে করে সেদিন মুসলিমদের ঘরে ঢুকে থাকতে বলছেন বা নিন্দা করছেন। তারা অত্যন্ত ভুল কাজ করছেন। নিজের ধর্মকে সম্মান করলে প্রত্যেকের ধর্মকেই সম্মান করা উচিত’।

))

তাছাড়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Prime Minister Narendra Modi) ৩০শে ডিসেম্বর অযোধ্যা সফরের সময় বলেছিলেন, ‘প্রত্যেকে যেন ২২শে নিজের বাড়িতে প্রদীপ জ্বালায়। সেই দিনটি যেন গোটা ভারতজুড়ে দীপাবলি মানানো হয়। এছাড়া ১৪ জানুয়ারি থেকে ২২শে জানুয়ারি পর্যন্ত দেশের সমস্ত তীর্থস্থান এবং মন্দিরগুলিতে পরিচ্ছন্নতা অভিযান শুরু করতে বলেছেন’।

সম্পর্কিত খবর