ফের মমতা বন্দ্যোপাধ্যায়ের ফাঁকা জনসভার ভিডিও পোস্ট করল বিজেপি

বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যে আজ প্রথম দফার নির্বাচন সম্পন্ন হল। মোট ৩০টি আসনে নির্বাচন হল আজ। কোথাও কোথাও বিক্ষিপ্ত ঘটনা ঘটলেও মোটের উপর আজকের নির্বাচন শান্তিপূর্ণ। এমনই দাবি করেছেন বিজেপি রাষ্ট্রীয় মহাসচিব কৈলাস বিজয়বর্গীয়। উনি আরও জানিয়েছেন যে, রাজ্যের ৯০ শতাংশ বুথে অবাধে নির্বাচন হয়েছে এবং বিগত ৪০ বছরে এত শান্তিপূর্ণ নির্বাচন দেখেনি বাংলার মানুষ।

যদিও কৈলাস বিজয়বর্গীয়র দাবি নস্যাৎ করে দিয়েছে শাসক দল তৃণমূল। শাসক দল আজ বিভিন্ন জায়গায় বিজেপির কর্মীদের উপর অভিযোগ তুলেছে। তাঁরা অভিযোগ করে জানিয়েছে যে, রাজ্যের একাধিক এলাকায় বিজেপি তৃণমূলের ভোটারদের ভোট দিতে দেয় নি এবং এলাকায় সন্ত্রাসের আবহ সৃষ্টি করেছে। এর পাশাপাশি EVM এবং নির্বাচন কমিশনকেও দোষারোপ করেছে শাসক দল তৃণমূল।

বিগত কয়েকটি নির্বাচনে রাজ্যের বিরোধী শিবির বরাবরই শাসক দলের বিরুদ্ধে নির্বাচনে সন্ত্রাস এবং হিংসা ছড়ানোর অভিযোগ করে এসেছে। আর প্রতিবারই শাসক দল বিরোধীদের দাবি নস্যাৎ করে জানিয়েছে যে, রাজ্যে শান্তিপূর্ণ ভাবে নির্বাচন হচ্ছে। তবে এই প্রথমবার রাজ্যের শাসক দল নির্বাচন নিয়ে অখুশি হল। আর তাঁরা বিজেপির বিরুদ্ধে একাধিক অভিযোগও তুলল।

যদিও, আজকে নির্বাচন হলেও নির্বাচনী প্রচার বন্ধ ছিল না। আগামী দফার নির্বাচনের প্রস্তুতিতে শাসক এবং বিরোধী দলের নেতারা এদিক ওদিক প্রচার চালিয়েছে। সেই ক্রমেই আজ খড়গপুরে প্রচারে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এবার বিজেপির তরফ থেকে তৃণমূল নেত্রীর সভার ভিডিও তুলে ধরে দাবি করা হচ্ছে ওনার সভায় লোক হয়নি।

বিজেপির নেতা অমিত মালব্য টুইটারে একটি ভিডিও পোস্ট করে লিখেছেন, ‘অন্য একটি জগতে, মমতা বন্দ্যোপাধ্যায় শূন্য মাঠে সম্বোধন করছেন … খুব সম্ভবত ওনার সমাবেশে জনসমাগম ধীরে ধীরে হ্রাস পাবে! এটি খড়গপুর সদর থেকে, যেখানে বিজেপি সম্প্রতি একটি বিশাল রোড শো করেছে!”

বলে রাখি, আজ মমতা বন্দ্যোপাধ্যায় খড়গপুর সদরে যেই জনসভাটি করেছিলেন, সেখানে তিনি সময়ের আগেই পৌঁছে গিয়েছিলেন এবং সময়ের আগেই সভা শুরু করেছিলেন। আর সেটা তিনি মঞ্চে উঠে নিজের মুখেও বলেছিলেন। সম্ভবত এই কারণেই হয়ত ওনার খড়গপুরের জনসভায় জনসমাগম কম হয়েছে।


Koushik Dutta

সম্পর্কিত খবর