বাংলা হান্ট ডেস্কঃ কলকাতা সহ জেলায় জেলায় এককথায় রাজ্য জুড়ে চোখ রাঙাচ্ছে ডেঙ্গি (Dengue)। মুহূর্তে বাড়ছে আক্রান্তের সংখ্যা। জুলাইয়ের শেষ সপ্তাহে সাড়ে তিন হাজার ছাড়িয়েছে। চলতি সপ্তাহেই রাজ্যজুড়ে আক্রান্ত হয়েছে ৬৭৫, কেবল জুলাইয়েই মৃত ৮। এই আবহে এদিন ডেঙ্গি ইস্যুতে উত্তাল বিধানসভা (Bidhansabha)। ডেঙ্গি নিয়ে মুলতুবি প্রস্তাব দেয় বিজেপি। স্পিকার নাকচ করায় বিধানসভায় বিজেপির (BJP) ওয়াকআউট।
গত সপ্তাহেই বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, “ডেঙ্গি বাংলাদেশ থেকে আসছে। কী করব?” অন্যদিকে আজ মুখ্যমন্ত্রী বলেন, ‘ডেঙ্গি আবার ট্রেন্ড, কোনও বছর কম হয়, কোনও বছর বেশি’, নিজের নিজের এলাকায় নজর রাখুন’, বিধানসভায় জনপ্রতিনিধিদের এই নির্দেশ দেন তৃণমূল সুপ্রিমো। বিধানসভায় ডেন্সি-পরিসংখ্যান দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘রাজ্যে এখনও পর্যন্ত ডেঙ্গি আক্রান্ত ৪ হাজার ৪০১ জন। ডেঙ্গি মোকাবিলায় প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে রাজ্য সরকার।’
যদিও রাজ্য সরকারকে জোর কটাক্ষ করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, ‘স্পিকার এই বিষয়ে কোনও আলোচনা করেননি। আমাদের অধ্যক্ষের ডানদিকে মুখ্যমন্ত্রী বসেন, ওইদিকের চোখ শুধু খোলা ছিল! হাসপাতাল ভরে গেছে রোগীতে, এখন কী সাজেশন দেব!’
প্রতিবাদ জানাতে এদিন সামনে মশা, মশারি নিয়ে বিধানসভার মধ্যেই অভিনব ওয়াকআউট বিজেপির। রীতিমতো বিক্ষোভে মেতে ওঠেন বিজেপি বিধায়করা। সাংবাদিকদের করা প্রশ্নে শুভেন্দু বলেন, ‘সরকার গোল গোল উত্তর দিচ্ছে। এখনও পর্যন্ত কতজন আক্রান্ত হয়েছেন, কতজনের টেস্ট হয়েছে, কতজনের চিকিৎসা চলছে, কত জনের মৃত্যু হয়েছে এই গোটা বিষয়ে কোনও তথ্য দিচ্ছেনা সরকার। অন্ধকারে রাখা হচ্ছে সবাইকে।’ পাশাপাশি সরকার ডেঙ্গি দমনে এখনও পর্যন্ত কী কী পদক্ষেপ করেছে সেই বিষয়ে স্পষ্টভাবে জানতে চান তারা। সব মিলিয়ে ডেঙ্গি ইস্যুতে তপ্ত বিধানসভা।