রাজস্থানে ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ করায় গ্রেফতার বিজেপির রাজ্য সভাপতি

বাংলা হান্ট ডেস্কঃ উত্তরপ্রদেশের হাথরস কাণ্ডের পর এবার রাজস্থানের রাজধানী জয়পুরে রাজনৈতিক পারদ চড়ছে। উল্লেখ্য, রাজস্থানের বারানে হওয়া গণধর্ষণ নিয়ে বিজেপি রাজধানী জয়পুরের রাস্তায় নেমেছে। জয়পুরের বিজেপির রাজ্য সভাপতি সতিশ পুনিয়ার নেতৃত্বে বিজেপির কর্মীরা জয়পুরের রাস্তায় প্রদর্শন করে।

ধর্ষণের বিরুদ্ধে বিজেপির প্রতিবাদের জেরে রাজস্থানের রাজ্য সভাপতি সতিশ পুনিয়াকে গ্রেফতার করে রাজ্য পুলিশ। এরপর বিজেপির কর্মী আর রাজস্থান পুলিশের মধ্যে খণ্ডযুদ্ধ বেঁধে যায়। বিজেপির একটি টিম বারানে গিয়ে নির্যাতিতার পরিবারের সাথে সাক্ষাৎ করে। আরেকদিকে, সতিশ পুনিয়া বলেন, আমরা রাজস্থানের রাজ্যপালের সাথে সাক্ষাৎ করার সময় চেয়েছি। আগামী এক দুইদিনে ওনার সাথে সাক্ষাৎ হবে। উল্লেখ্য, বিজপি বারান ইস্যু নিয়ে রাজ্য সরকারকে ঘেরার চেষ্টা চালাচ্ছে।

উল্লেখ্য, রাজস্থানের বারানে দুই নাবালিক বোনকে অপহরণ করে গণধর্ষণ করার মামলা সামনে এসেছে। লাগাতার তিনদিন রাজস্থানের তিনটি শহরে ওই দুই নাবালিকা বোনকে ধর্ষণ করার অভিযোগ উঠেছে। জানা গিয়েছে যে, প্রথমে দুজন ওই দুই বোনকে ধর্ষণ করে, এরপর আরও দুই তিনজন নাবালিক বোনেদের উপর অত্যাচার চালায়।

পুলিশকে এই ঘটনার কথা বললে নির্যাতিতাকে প্রাণে মারার হুমকি দেয় অভিযুক্তরা। আরেকদিকে পুলিশের বিরুদ্ধে এই মামলাকে নজরান্দাজ করার অভিযোগ উঠেছে। আরেকদিকে রাজস্থানের কংগ্রেস সরকার এই মামলায় বেশ ব্যাকফুটে চলে এসেছে।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর