ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচন! প্রার্থী তালিকা প্রকাশ করল বিজেপির

বাংলা হান্ট ডেস্ক : একেই হয়তো বলে তার দৌড় কত দূর, লোকসভা নির্বাচনে বিভিন্ন রাজ্যে বিজেপি যে ভাবে মারকাটারি ফল করেছিল তাতে আগ্রাসী মনোভাব নিয়েছিল গেরুয়াবাহিনী তবে মহারাষ্ট্র এবং হরিয়ানা বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর সেই মনোভাবে কিছুটা হলেও জল জল ঢালার অবস্থা হয়েছে। যদিও ফলাফল খুব একটা খারাপ হয়নি তবে বিজেপি যেভাবে জয়ের ব্যাপারে একশো শতাংশ আশাবাদী ছিল ঠিক ততটা আশাবাদী ফল হয়নি আর এতেই কিছুটা হলেও দমে গেছে বিজেপিSudesh Mahto 1

তবে এ বার ঝাড়খণ্ড নির্বাচনে আবারও কোমর বেঁধে মাঠে নামতে দেখা যাচ্ছে বিজেপিকে কিন্তু নির্বাচনের আগে বিজেপির প্রার্থী তালিকা প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গে একাধিক প্রশ্নের মুখোমুখি হতে হল। চলতি নভেম্বর মাসে ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনের প্রথম দফার নির্বাচন হবে। তাই রাজ্যের নির্বাচন নিয়ে ধীরে চল নীতি নিয়ে এগোতে চাইছে গেরুয়া বাহিনী।

তবে প্রার্থী তালিকা প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গে প্রশ্ন উঠছে কারণ বিজেপির তরফে যে সমস্ত প্রার্থীদের নাম ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে তাঁদের বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে। তাই ন্যায় নীতি ও সততার প্রতীক বিজেপি কী ভাবে সেই সমস্ত নেতাদের নাম প্রার্থী তালিকায় যুক্ত করল তা নিয়ে প্রশ্ন উঠছে। তাঁদের মধ্যে অন্যতম হলেন ঝাড়খণ্ডের ভবনাথপুর কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী ভানু প্রতাপ শাহী।

যাঁর বিরুদ্ধে 130 কোটি টাকা ওষুধ খেলেন কারীর মামলা রয়েছে। অন্যদিকে আরও একজন হলেন শশী ভূষণ মেহতা যাঁর নামে খুনের অভিযোগ রয়েছে। তা হলে মামলা থাকার সত্ত্বেও তাঁদের কেন প্রার্থী করা হলেও এমন প্রশ্ন উঠছে। যেহেতু মধু কড়ার সরকার চলাকালীন দুর্নীতি নিয়ে রাজ্যের মানুষ সরব হয়েছিল তাই দুর্নীতি কমানোর আশ্বাস দিয়ে বিজেপি নির্বাচনে জয়লাভ করেছিল। তার পরে কী ভাবে তাঁদের নির্বাচনের টিকিট দেওয়া হল? প্রশ্ন উঠছে।


সম্পর্কিত খবর