চার বিধায়ককে নিয়ে বড় সিদ্ধান্ত BJP-র! ঘোষণা করা হল ২৫ জেলার সভাপতির নামও

বাংলা হান্ট ডেস্কঃ জল্পনার অবসান। শুক্রে ছিল দোলযাত্রা। আর দোলযাত্রার শুভ লগ্নেই বিভিন্ন জেলার জেলা সভাপতিদের (District Presidents) নাম ঘোষণা শুরু করল বিজেপি (BJP)। জানিয়ে রাখি, রাজ্যের মোট ৪৩ টি সাংগঠনিক জেলার মধ্যে ২৫ জেলার সভাপতির নাম ঘোষণা হয়েছে গেরুয়া শিবির তরফে। কারা রয়েছে তালিকায়?

বিজেপির (BJP) জেলা সভাপতির তালিকায় বড় বদল

বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন। ভোটের দামামা বেজে গিয়েছে। এরই মধ্যে পায়ের তলার মাটি শক্ত করতে জেলা সভাপতিদের নাম ঘোষণা করল রাজ্যের প্রধান বিরোধী দল। সেখানে দেখা যাচ্ছে একদিকে পুরাতনদের উপরই ভরসা রাখা হয়েছে। অন্যদিকে নতুন মুখদেরও জায়গা করে দেওয়া হয়েছে কিছু কিছু জায়গায়।

জানিয়ে রাখি, দুই কলকাতায় কোনও বদল করা হয়নি। দক্ষিণবঙ্গের বারাসত, কলকাতা উত্তর শহরতলি, পুরুলিয়া, বসিরহাট, আরামবাগ, হাওড়া, জঙ্গিপুর, হুগলিতে নতুনদের আনা হয়েছে। সভাপতি বদল করা হয়েছে। এদিকে উত্তর নদিয়া, শিলিগুড়িরে দলের আস্থা সেই পুরানোতেই।

গতকাল যে ২৫ নাম ঘোষণা করা হয়েছে তার মধ্যে পুরনোর সংখ্যা ৮, আর ১৭ টি জেলায় সভাপতির দায়িত্বে আনা হয়েছে নতুন মুখ। চার বিধায়ককে সরানো হল সভাপতি পদ থেকে। যার মধ্যে রয়েছে সদ্য দলবদলু তমলুক সভাপতি তাপসী মণ্ডল, কাঁথির বিধায়ক অরূপ দাস, বিষ্ণুপুর সাংগঠনিক জেলার সভাপতি বিধায়ক অমরনাথ শাখা, আরামবাগ জেলায় দায়িত্বে ছিলেন পুরশুড়ার বিধায়ক বিমান ঘোষ। এই চার জনকেই সরানো হয়েছে। শুভেন্দু অধিকারী অবশ্য সম্প্রতি জানিয়েই দিয়েছিলেন, বিধায়কদের আর জেলা সভাপতি রাখা হবে না।

bjp flag

আরও পড়ুন: বকেয়া DA মিটিয়ে দেওয়া হবে! সরকারি কর্মীদের জন্য বিজ্ঞপ্তি জারি করল এই রাজ্য

ওদিকে আপাতত সব নাম ঘোষণা করা না হলেও খুব শীঘ্রই তা হবে বলে মনে করা হচ্ছে। কয়েকদিনের মধ্যে সমস্ত জেলা সভাপতিদের নাম ঘোষণা করা হবে। এরই মধ্যে রাজ্য সভাপতি কে হবেন, সেই জল্পনা আরও জোড়ালো হচ্ছে। কোনো নতুন মুখ, নাকি মহিলা মুখ নাকি আবার পুরোনো নেতার উপরই বর্তাবে দায়িত্ব? সেই দিকেই এখন নজর সকলের।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর