ত্রিপুরায় প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির, ঠাঁই হল না বিপ্লব দেবের! টিকিট পেলেন কেন্দ্রীয় মন্ত্রী

বাংলা হান্ট ডেস্কঃ ত্রিপুরায় (Tripura) বেজে গিয়েছে ভোটের দামামা। দিন কয়েকের অপেক্ষা মাত্র। তারপরেই বিধানসভা নির্বাচন (Assembly Election)। আগামী মাসের ১৬ তারিখ সে রাজ্যে নির্বাচন অনুষ্ঠান। রাজ্য জয়ের লক্ষ্যে ইতিমধ্যেই আটঘাট বেধে ময়দানে নেমে পড়েছে সমস্ত রাজনৈতিক দল। এই আবহেই শনিবার ৬০ জনের প্রার্থী তালিকার ৪৮ জনের নাম ঘোষণা করল শাসকদল বিজেপি (BJP)। তবে সকলকে অবাক করে সেই তালিকায় নাম নেই বিপ্লব দেবের (Biplab Deb)।

জানা গিয়েছে, বিপ্লব দেব নিজেই নির্বাচনে প্রার্থী রূপে দাঁড়াতে চাননি। বনমালীপুর কেন্দ্রে তাঁর বদলে প্রার্থী হচ্ছেন বিজেপির রাজীব ভট্টাচার্য। অন্যদিকে, ধনপুর কেন্দ্র থেকে লড়বেন সাংসদ প্রতিমা ভৌমিক। তিঁনিই বর্তমানে রাজ্যের একমাত্র কেন্দ্রীয় মন্ত্রী। মুখ্যমন্ত্রী মানিক সাহা লড়বেন বরদোয়ালি কেন্দ্র থেকে। কিছুদিন আগে লালবাহিনী ছেড়ে বিজেপিতে যোগ যেওয়া মোবসার আলি প্রার্থী হয়েছেন কৈলাশহর থেকে।

বিজেপির মোট ৪৮ জনের প্রার্থী তালিকায় তফশিলি জাতির অন্তর্ভুক্ত প্রার্থী রয়েছেন ৮ জন এবং উপজাতি প্রার্থী রয়েছেন ৮ জন। বিজেপির পাশাপাশি ১৭ জনের প্রার্থী তালিকা ঘোষণা করেছে কংগ্রেসও। কংগ্রেসের সুদীপ রায় বর্মন প্রতিদ্বন্দ্বিতা করবেন নিজের গড় আগরতলা কেন্দ্র থেকেই। অন্যদিকে, আগেই ৪৬টি আসনের প্রার্থীর নাম ঘোষণা করছে বামফ্রন্টেরও।

পাশাপাশি নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে বিধানসভা নির্বাচনের  ফলাফল ঘোষণা হবে আগামী ২ মার্চই। প্রসঙ্গত, যেভাবে ভোটের নিঘন্ট প্রকাশ হওয়ার সাথে সাথেই শাসক বিরোধী দ্বন্দে উত্তপ্ত হয়ে উঠেছে ত্রিপুরার মাটি, সেখানে দাঁড়িয়ে শান্তিপূর্ণভাবে ভোটানুষ্ঠান সংঘটিত করা কার্যতই চ্যালেঞ্জ নির্বাচন কমিশন এবং পুলিশ প্রশাসনের কাছে।


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর