চামচ দিয়ে খিচুড়ি ভোগ! বউকে দেখে শিখুন, রাজকুমারকে বাঙালি হওয়ার পাঠ নেটিজেনদের

বাংলাহান্ট ডেস্ক: বৃহস্পতিবার ছিল সরস্বতী পুজো (Saraswati Puja)। প্রজাতন্ত্র দিবসের দিনই পড়েছিল বসন্ত পঞ্চমীর তিথি। শুধু বাংলায় নয়, গোটা দেশ জুড়েই হয়ে বাগদেবীর আরাধনা। মুম্বইতে পরিচালক অনুরাগ বাসুর (Anurag Basu) সরস্বতী পুজোয় বসেছিল চাঁদের হাট। আর সেখানে গিয়েই ট্রোলড হলেন অভিনেতা রাজকুমার রাও (Rajkumaar Rao)।

বলিউডে যে কজন বাঙালি বেশ সফল ভাবে কাজ করছেন তাদের মধ্যে অনুরাগ বাসু অন্যতম। বহু সুপারহিট ছবি উপহার দিয়েছেন তিনি দর্শকদের। পাশাপাশি টিনসেল টাউনে বাঙালি সংষ্কৃতিটাও ধরে রেখেছেন তিনি। প্রতি বছর বেশ ধুমধাম করেই সরস্বতী পুজোর আয়োজন করেন পরিচালক। এবার ২৯ বছরে পড়ল তাঁর বাড়ির পুজো।

anurag basu

সোশ্যাল মিডিয়ায় একগুচ্ছ ছবি শেয়ার করেছেন অনুরাগ বাসু। পুজোয় আমন্ত্রিত অতিথিদের মধ্যে ছিলেন রাজকুমার রাও, পত্রলেখা, অভিষেক বচ্চন, আদিত্য রয় কাপুর, ভূষণ কুমার, ফতিমা সানা শেখ, কার্তিক আরিয়ান, প্রীতম সহ আরো অনেকেই। সাদা ডাকের সাজের প্রতিমার সামনে সুন্দর করে সাজানো হয়েছিল।

rajkumaar rao

পুজোর পর ভোগের আয়োজনও করেছিলেন অনুরাগ। খিচুড়ি, লাবড়া, আলুভাজা, পটল ভাজা, বাঁধাকপির তরকারি, চাটনি সহ বাঙালি স্টাইলে ছিল ভোগের মেনু। লম্বা টেবিল পেতে সার সার চেয়ারে বসে খাওয়ার আয়োজন করা হয়েছিল। কিন্তু অনুরাগের শেয়ার করা ছবিতে রাজকুমার এবং আদিত্যর ছবি দেখে ট্রোল শুরু হয়েছে নেটপাড়ায়।

rajkumaar

aditya roy kapur

আসলে দুই অভিনেতাকেই চামচ দিয়ে খিচুড়ি খেতে দেখা গিয়েছে। রাজকুমারের পাশে বসে বাঙালি বউ পত্রলেখা অবশ্য হাতই লাগিয়েছেন। কমেন্ট বক্সে নেটিজেনরা বাঙালি হওয়ার পাঠ দিয়েছেন নেটনাগরিকরা। একজন লিখেছেন, ওরে ওটা ভোগের খিচুড়ি! হাত দিয়ে খায়। আবার কারোর কটাক্ষ, খিচুড়িও চামচ দিয়ে! সেলিব্রিটি প্রো ম্যাক্স। কেউ কেউ আবার লিখেছেন, বাঙালি পত্রলেখাকে বিয়ে করেছেন। আর হাত দিয়ে খিচুড়ি ভোগ খেতে হয় জানেন না?

fatima sana

প্রসঙ্গত, বলিউডের একাধিক বাঙালি তারকাই নানান পুজো অনুষ্ঠানের আয়োজন করে থাকেন মুম্বইয়ে। অভিজিৎ ভট্টাচার্য, কাজল-রানি মুখার্জির দূর্গাপূজা রীতিমতো জনপ্রিয়। পরিচালক অয়ন মুখার্জি কালীপুজোর আয়োজন করেন ধুমধাম করে। ইন্ডাস্ট্রির অনেক তারকাকেই দেখা যায় এইসব অনুষ্ঠানে।

Niranjana Nag

সম্পর্কিত খবর