চ্যালেঞ্জ ছুঁড়েছিলেন অভিষেক! ভোটের মুখেই শ্বেতপত্র প্রকাশ করল BJP, বিরাট কাহিনী ‘ফাঁস’

বাংলা হান্ট ডেস্কঃ লোকসভা নির্বাচনের প্রাক্কালে কেন্দ্রের বঞ্চনা নিয়ে একাধিকবার সুর চড়িয়েছে তৃণমূল কংগ্রেস। বিশেষত ১০০ দিনের কাজ এবং আবাস যোজনা নিয়ে বহুবার কেন্দ্রকে নিশানা করেছে রাজ্যের শাসক দল। বিজেপিকে (BJP) সরাসরি শ্বেতপত্র প্রকাশের চ্যালেঞ্জও ছুঁড়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সেই চ্যালেঞ্জ না মানলেও এবার সত্যি সত্যিই শ্বেতপত্র (White Paper) প্রকাশ করল বিজেপি।

ভোটের মুখে ‘শ্বেতপত্র ডট ইন’ নামের একটি ওয়েবসাইট তৈরি করা হয়েছে। সেখানে সম্পূর্ণ দেশের কোন লোকসভা আসনে (Lok Sabha Constituency) কোন প্রকল্পে কেন্দ্র কত টাকা কেন্দ্র খরচ করেছে তার পরিসংখ্যান তুলে ধরা হয়েছে। তৃণমূল (TMC) ‘সেনাপতি’ অভিষেকের লোকসভা আসন ডায়মন্ড হারবারেও (Diamond Harbour) কত টাকা খরচ করা হয়েছে সেই তথ্যও তুলে ধরা হয়েছে।

‘শ্বেতপত্র ডট ইন’ ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, ২০১৯ সাল থেকে ২০২৩ সালের মধ্যে ‘অভিষেক গড়’ ডায়মন্ড হারবারে জল জীবন মিশন প্রকল্পে ৪৫,৪৯৫ নলবাহিত পানীয় জলের কল বসানো হয়েছে। স্বচ্ছ ভারত মিশন প্রকল্পে প্রচুর শৌচাগারও তৈরি হয়েছে এখানে। ২০১৪-২০২৩ সালের মধ্যে ডায়মন্ড হারবারে ৬৬,৪৯২টি শৌচালয় তৈরি করা হয়েছে। সেই সঙ্গেই ২০১৬-২০২৩ সালের মধ্যে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার ৩০,৮২৬টি কানেকশন হয়েছে বলে দাবি।

আরও পড়ুনঃ জেলে যেতেও রাজি! ৪৮ ঘণ্টার মধ্যে ১ লক্ষ ২০ হাজার করে দেওয়ার ঘোষণা অভিষেকের!

এই প্রকল্পগুলির মধ্যে নাম রয়েছে ‘বহুল চর্চিত’ আবাস যোজনারও। মোদী জমানায় অভিষেকের লোকসভা কেন্দ্রে ৫৫,২৮১টি বাড়ি তৈরি করা হয়েছে বলেও উল্লেখ করা হয়েছে। একইসঙ্গে ১০৯  কিলোমিটার প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার রাস্তাও নির্মিত হয়েছে। তবে ১০০ দিনের কাজ বাবদ রাজ্যের পাওয়া নিয়ে অভিষেক একাধিকবার সরব হলেও এই প্রসঙ্গে শ্বেতপত্র ডট ইনে কোনও তথ্য পাওয়া যায়নি।

abhishek banerjee narendra modi

প্রসঙ্গত, গত মার্চ মাসে আবাস যোজনা এবং ১০০ দিনের কাজের টাকা নিয়ে বিজেপিকে শ্বেতপত্র প্রকাশের চ্যালেঞ্জ ছুঁড়েছিলেন অভিষেক। মুখোমুখি তর্কে বসার আহ্বান জানিয়ে তৃণমূল সেনাপতি বলেছিলেন, ‘মিথ্যাচার করতে কেন্দ্রের বিজেপি সরকার আমজনতার টাকা নষ্ট করেছে। বিজেপি নেতৃত্বকে আমি আমার সঙ্গে মুখোমুখি তর্কে বসার চ্যালেঞ্জ জানাচ্ছি। ২০২১ বিধানসভা নির্বাচনে পরাজিত হওয়ার পর ১০০ দিনের কাজ এবং আবাস যোজনার মতো প্রকল্পে এক পয়সাও বরাদ্দ করেনি কেন্দ্র। আমায় ভুল প্রমাণ করতে বিজেপিকে শ্বেতপত্র প্রকাশের চ্যালেঞ্জ জানাচ্ছি’।


Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর