শোভন বৈশাখীর জন্য বিজেপি অফিসে বরাদ্দ ঘরে তালা, গেরুয়া শিবিরের দরজা কি তবে বন্ধ?

রোড শোতে যোগ না দেওয়ায় কি শোভন চট্টোপাধ্যায়ের (sovan Chatterjee)  জন্য বন্ধ হচ্ছে গেরুয়া শিবিরের দরজা? রাজ্য বিজেপির (bjp) সদর দফতরে বিজেপি কার্যালয়ে শোভন চট্টোপাধ্যায় –বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের নামে বরাদ্দ ঘরে তালা পড়ার পর এই মুহুর্তে সেই প্রশ্নই ঘুরে বেড়াচ্ছে বাংলার রাজনীতির ময়দানে।

sovan chatterjee

বিজেপিতে অনেক দিন যুক্ত হলেও সেভাবে সক্রিয় রাজনীতিতে আসেন নি কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়। আলিপুরে আজকের এই রোড শো ই ছিল শোভনের বিজেপির হয়ে প্রথম রাজনৈতিক কর্মসূচি।  কিন্তু তাতেও অনুপস্থিত তিনি। আর তারপরেও বরাদ্দ ঘরে তালা।  যে কারনে  অনেকেই মনে করছেন শোভন চট্টোপাধ্যায়ের জন্য দলের দরজা বন্ধ করে দেওয়া হল।

রোড শো এর ব্যাপারে বিজেপির তরফ থেকে বলা হয়েছে,  শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায় উভয়কেই আমন্ত্রণ জানানো হলেও তারা কেন আসেন নি সে ব্যাপারে কেউ কিছু জানে না। অন্যদিকে ঘরে তালা বন্ধ প্রসঙ্গে দিলীপ ঘোষের বক্তব্য,  দলীয় অফিসে কারো নামে কোনো ঘর আছে কি না তার জানা নেই।

কয়েকদিন আগেই কলকাতা জোনে শোভনকে পর্যবেক্ষক এবং বৈশাখীকে সহ-আহ্বায়ক নিযুক্ত করে সক্রিয় রাজনীতিতে তাদের যুক্ত করার চেষ্টা করেছিল বিজেপি। প্রাক্তন মেয়র পথে নামলে যে শাসকদলকে যথেষ্ট কড়া চ্যালেঞ্জ ছুড়ে দিত গেরুয়া শিবির তা বলাই বাহুল্য।  তবে তিনি যোগ না দেওয়ায় যথেষ্ট বিব্রত বিজেপি নেতৃত্ব।

আলিপুরের আজকের রোড শোতে উপস্থিত ছিলেন কৈলাস বিজয়বর্গীয়, মুকুল রায় ও অর্জুন সিংহ। রোড শো চলাকালীন তৃণমূলের একটি মঞ্চ লক্ষ্য করে ঢিল ছোড়া হয়েছে বলে অভিযোগ শাসকদলের।  অন্যদিকে বিজেপির অভিযোগ নেতাদের গাড়ি লক্ষ্য করে জুতো ছুড়ে মারার। তবে বড় কোনো অশান্তি হয় নি।

সম্পর্কিত খবর