মমতার বিরুদ্ধে কুৎসা করলে, DA আন্দোলনকারীদের জিভ টেনে ছিঁড়ে দাও, নিদান রাজ্যের মন্ত্রীর

বাংলা হান্ট ডেস্কঃ মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) বিরুদ্ধে কুৎসা করলে তার জিভ টেনে ছিঁড়ে দেওয়ার নিদান দিয়েছেন নদিয়ার নেতা তথা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস (Ujjal Biswas)। প্রসঙ্গত, ডিএ আন্দোলনকারীদের (DA Agitators) জিভ টেনে ছিঁড়ে দেওয়ার নিদান দিয়েছিলেন তিনি। খোদ রাজ্যের মন্ত্রীর মুখ থেকে এই রকম মন্তব্য বেরোনোর পর শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

গত ছয় মে ন্যায্য মহার্ঘ ভাতার দাবিতে কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে দিয়ে মহামিছিল নিয়ে যান ডিএ আন্দোলনকারীরা। এরপরেই সেখানের পোস্ট অফিস মোড়ে পথসভা করেন উজ্জ্বল বিশ্বাস। বলেন, “সেই আন্দোলন যাতে না দেখাতে পারো, তার জন্য আমরা তৈরি আছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কুৎসা করলে তার জিভ টেনে ছিঁড়ে দাও। ”

এটাই তাদের আগামীদিনের আন্দোলনের রূপরেখা বলেও মন্তব্য করেছিলেন মন্ত্রী। শুধু তাই নয়, সরকারি কর্মীদের উদ্দেশ্য করে তিনি আরও বলেছিলেন, “আসি, যাই, কাজ করি না মাইনে পাই। আর মুখ্যমন্ত্রী গরিব মানুষদের জন্য লড়াই করছেন। তারা যাতে ১০০ দিনের কাজ পান, কোনওভাবে বঞ্চিত না হন তার জন্যই তৃণমূলের লড়াই।”

ujjal biswas

মন্ত্রীর এসব মন্তব্যের পরই শোরগোল পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে। এই নিয়ে রবিবার একটি টুইট করে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার লেখেন, “বিষয়টি সুপ্রিম কোর্টে বিচারাধীন এবং মন্ত্রী হিংসায় উৎসাহ দিচ্ছেন। মুখ্যমন্ত্রীর অনুমতি ছাড়া কি এটা সম্ভব?”

অন্যদিকে, বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য টুইট করে বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন বাংলায় হিংসা এবং বিরোধী স্বরের কণ্ঠরোধই নিয়ম হয়ে দাঁড়িয়েছে।” তবে এত কিছুর পর নিজের অবস্থানে অনড় মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস।

এদিন ফের তিনি বলেন, “কেন্দ্র যখন পেনশন বন্ধ করে দিচ্ছে তখন কেউ কিছু বলছে না। আর মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের জন্য নানা প্রকল্প আনছেন, তার বিরুদ্ধে কুৎসা করা হচ্ছে।” মন্ত্রী আরও বলেছেন, “যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে কুৎসা করবে, তাদের জন্য কথাটা বলেছি।”


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর