বাংলা হান্ট ডেস্কঃ অবশেষে প্রকাশিত হল বাংলার বিজেপির নতুন রাজ্য কমিটির তালিকা (BJP State Committee)। বিধানসভা ভোটের আগে ৩৫ সদস্যের এই কমিটি ঘোষণা হতেই রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে জোর আলোচনা। কারণ, এই নতুন তালিকায় যেমন কয়েকজন পুরনো নেতার প্রত্যাবর্তন হয়েছে, তেমনই দলের একাধিক পরিচিত মুখের নাম নেই, যা ঘিরে রাজনৈতিক মহলে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে।
তালিকায় (BJP State Committee) নাম নেই দিলীপ ঘোষ সহ আরও অনেকের
৩৫ সদস্যের এই কমিটিতে (BJP State Committee) প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের নাম না থাকায় রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। শুধু দিলীপ ঘোষ নন, তালিকায় জায়গা হয়নি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারেরও। অন্যদিকে, তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া উত্তর কলকাতার প্রবীণ নেতা তাপস রায়কে রাজ্য কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। পাশাপাশি তাঁকে রাজ্য সহ-সভাপতির দায়িত্বও দেওয়া হয়েছে। নতুন কমিটিতে আরও কয়েকজন পুরনো নেতার প্রত্যাবর্তনও নজর কেড়েছে। তাঁদের মধ্যে অন্যতম তনুজা চক্রবর্তী।
তনুজা চক্রবর্তী একসময় বিজেপির মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী থাকলেও দীর্ঘদিন তাঁকে কোনও গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়নি। এবার রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের হাত ধরে তাঁর রাজনৈতিক ‘পুনর্বাসন’ হল। তনুজা চক্রবর্তীকেও রাজ্য সহ-সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে। উল্লেখযোগ্য বিষয় হল, সম্প্রতি রাজ্যে এসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দিলীপ ঘোষকে আরও সক্রিয় হওয়ার বার্তা দিয়ে গিয়েছিলেন। তার পর থেকেই মাঠে নেমে নতুন উদ্যমে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিতে দেখা যাচ্ছিল তাঁকে। কিন্তু সেই আবহেই রাজ্য কমিটির তালিকায় (BJP State Committee) তাঁর নাম না থাকায় দিলীপ অনুগামীদের মধ্যে স্বাভাবিকভাবেই চাঞ্চল্য তৈরি হয়েছে।
প্রসঙ্গত, গত বছরের জুলাই মাসে রাজ্য বিজেপির সভাপতি পদে দায়িত্ব নেন শমীক ভট্টাচার্য। দুর্গাপুজোর আগেই রাজ্য কমিটি (BJP State Committee) ঘোষণার কথা থাকলেও আদি ও নব্য নেতৃত্বের টানাপড়েনে তা বারবার পিছিয়ে যায়। শেষ পর্যন্ত বিধানসভা ভোটের মুখে ৩৫ সদস্যের রাজ্য কমিটি ঘোষণা করল বঙ্গ বিজেপি।

আরও পড়ুনঃ ‘ন্যূনতম বেতন চাই ১৫ হাজার’, আশাকর্মীদের স্বাস্থ্যভবন অভিযান ঘিরে ধুন্ধুমার! চাপ বাড়ছে সরকারের
এই কমিটিতে (BJP State Committee) পুরনো নেতাদের আধিক্য স্পষ্ট। পাশাপাশি জায়গা পেয়েছেন কয়েকজন নতুন মুখও। ৩৫ জন সদস্যের মধ্যে মহিলা সদস্য রয়েছেন ৭ জন, যা প্রায় ২০ শতাংশ। নতুন কমিটি গঠন ঘিরে বিজেপির অন্দরমহলে রাজনৈতিক সমীকরণ কোন দিকে মোড় নেয়, সেদিকেই এখন নজর রাজনৈতিক পর্যবেক্ষকদের।












