স্বামীকে টেক্কা! সুকান্তর স্ত্রী কোয়েল চৌধুরীর সম্পত্তির পরিমাণ জানলে ভিরমি খাবেন

বাংলা হান্ট ডেস্কঃ বিজেপির রাজ্য সভাপতি (BJP State President Sukanta Majumdar) তিনি। বঙ্গ বিজেপির মূল কাণ্ডারিদের মধ্যে অন্যতম একটি নাম বালুরঘাটের বিদায়ী সাংসদ সুকান্ত মজুমদার। ২০২৪ এ বালুরঘাট লোকসভা কেন্দ্র থেকে গেরুয়া দলের প্রতিকে লড়বেন তিনি। গত বুধবারই মনোনয়নপত্র জমা দিয়েছেন সুকান্তবাবু। আর সেখানে জমা দেওয়া হলোফনামা থেকেই জানা গিয়েছে তার সম্পত্তির খতিয়ান। জানেন ‘প্রভাবশালী’ এই বিজেপি নেতা ঠিক কত টাকার মালিক?

নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ২০১৮-১৯ অর্থবর্ষ থেকে ২০২২-২৩ অর্থবর্ষ পর্যন্ত সুকান্ত মজুমদারের আয় ছিল যথাক্রমে ছিল ৫ লক্ষ ১৩ হাজার ৮০০ টাকা, ৯ লক্ষ ১৯ হাজার ৩০০ টাকা, ৫ লক্ষ ৯৫ হাজার ২১০ টাকা, ৯ লক্ষ ৩০ হাজার ৩২০ টাকা এবং ৯ লক্ষ ৯৪ হাজার ৬২০ টাকা। ওদিকে ২০১৮-১৯ থেকে ২০২২-২৩ অর্থবর্ষ পর্যন্ত তার স্ত্রী কোয়েল চৌধুরীর রোজগার ছিল যথাক্রমে ২ লক্ষ ৯৯ হাজার ৩৫০ টাকা, ৩ লক্ষ ৮২ হাজার ৪০০ টাকা, ৪ লক্ষ ৬৪ হাজার ২৬০ টাকা, ৬ লক্ষ ৬৪ হাজার টাকা এবং ৬ লক্ষ ৩৩ হাজার ৪২০ টাকা।

স্থাবর সম্পত্তির দিক থেকে সুকান্ত ও কোয়েলের নামে রয়েছে একটি বসতবাড়ি। দুজনের নামেই ২০ লক্ষ ৫০ হাজার টাকার স্থাবর সম্পত্তি রয়েছে। সুকান্ত মজুমদারের থাকা ঋণের পরিমাণ ৫ লক্ষ ৬২ হাজার ৫৫৭ টাকা। তার স্ত্রী কোয়েল মজুমদারেরও সমপরিমাণ ঋণ রয়েছে।

sukanta majumdar on bjp candidate list

আরও পড়ুন: হঠাৎ চিৎকার! এবার মুখ খুললেন শাহজাহান! চেঁচিয়ে বলেই ফেললেন, ‘ওরা সব…’

ওদিকে অস্থাবর সম্পত্তির দিক থেকে স্বামী সুকান্তকে ছাপিয়ে গিয়েছেন স্ত্রী কোয়েল চৌধুরী। নগদ, সোনার অলংকার, গাড়ি, বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগ ইত্যাদি মিলিয়ে সুকান্তবাবুর অস্থাবর সম্পত্তির পরিমাণ ৩৪ লক্ষ ৭৪ হাজার ৩০৫ টাকা। অন্যদিকে তার স্ত্রীর অস্থাবর সম্পত্তির পরিমাণ হলো ৩৬ লক্ষ ২৯ হাজার ২২৬ টাকা। সোনার গয়নার দিক থেকেও সুকান্ত কম, তার বউ বেশি। যেখানে সুকান্ত মজুমদারের ৩০ গ্রাম ওজনের সোনা রয়েছে সেখানে কোয়েলের রয়েছে ১৫০ গ্রাম ওজনের সোনার অলংকার। সুকান্তর নামে রয়েছে একটি স্কুটার ওদিকে স্ত্রী কোয়েলের নামে রয়েছে একটি চারচাকা গাড়ি।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর