তৃণমূল ছেড়ে বিজেপিতে একাধিক নেতা, ভোটের আগেই নন্দীগ্রামে জয় বিজেপির

Published on:

Published on:

BJP's strength increases in Nandigram ahead of assembly elections

বাংলা হান্ট ডেস্কঃ সামনের বছর রাজ্যে বিধানসভা নির্বাচন। তার ঠিক আগেই পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে রাজনৈতিক জমি পাকা করতে তৎপর বিজেপি (BJP)। এই কেন্দ্রে ফের একবার ভাঙন ঘটল তৃণমূলের। ২০২২ সালে যারা বিজেপি (BJP) ছেড়ে ঘাসফুল শিবিরে গিয়েছিলেন, এবার তাঁরাই ফিরে এলেন পুরনো দলে।

ঘরে ফিরল ‘ঘরের ছেলে’, শুভেন্দুর হাত ধরে বিজেপির (BJP) পতাকা হাতে জয়দেব

রবিবার নন্দীগ্রামে বিজেপির একটি কর্মসূচিতে আনুষ্ঠানিকভাবে দলে যোগ দিলেন জয়দেব দাসসহ আরও ৯ জন প্রাক্তন বিজেপি (BJP) নেতা। এই যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তমলুক সাংগঠনিক জেলার সভাপতি মলয় সিনহা এবং জেলার সাধারণ সম্পাদক মেঘনাথ পাল। তাঁদের হাত ধরেই জয়দেবদের হাতে তুলে দেওয়া হয় বিজেপির পতাকা।

এই প্রসঙ্গে শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) বলেন, “জয়দেব কিছু কারণে আমাদের থেকে দূরে গিয়েছিল। এখন আবার ফিরে এসেছে নিজের ঘরে। আমি এটাকে ‘ঘরে ফেরা’ বলেই দেখছি। এর ফলে বিজেপি আরও শক্তিশালী হবে।”

‘তৃণমূল গঙ্গা জল, আবর্জনাও আসে’, কটাক্ষ ব্লক সভাপতির

তবে বিজেপিতে (BJP) এই ঘরওয়াপসি নিয়ে পাল্টা আক্রমণ করেছে তৃণমূল কংগ্রেস। দলের স্থানীয় ব্লক সভাপতি বাপ্পাদিত্য গর্গ বলেন, “তৃণমূল হল গঙ্গার জল, তার সঙ্গে অনেক সময় আবর্জনাও এসে পড়ে। আজকের যোগদান তেমনই কিছু। জয়দেব দাস কোনও গুরুত্বপূর্ণ নেতা নন, ওর না আছে সংগঠন, না আছে লোকবল। আর বিজেপির মতো গরু-ছাগল কিনে আমরা রাজনীতি করি না।”

BJP's strength increases in Nandigram ahead of assembly elections

আরও পড়ুনঃ রোহিঙ্গা ও বাংলাদেশিদের রক্ষা করছেন মুখ্যমন্ত্রী! SIR বিতর্কে মমতাকে তোপ শুভেন্দুর

সাম্প্রতিক ভাঙনে ফের চাঙ্গা পদ্ম শিবির (BJP)

বিজেপি (BJP) শিবিরের দাবি, নন্দীগ্রামে এই যোগদানে দল আরও চাঙ্গা হবে। একুশের ভোটের পরে ধাক্কা খাওয়া সংগঠনকে পুনরায় গড়ে তোলার প্রক্রিয়ায় এই যোগদান বড় পদক্ষেপ। যদিও তৃণমূল শিবির এই ‘ঘরফেরা’কে গুরুত্ব দিতে নারাজ।