কৃষ্ণনগর পুরসভায় বিজেপির প্রতিবাদ বিক্ষোভে সামিল জেলা নেতৃত্ব

কমল দত্ত,নদিয়াঃ কৃষ্ণনগর পুরসভায় বিজেপির প্রতিবাদ বিক্ষোভে সামিল জেলা নেতৃত্ব। গতকাল নদিয়ার কৃষ্ণনগরে রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষের চা চক্রের জন্য আগেই জেলা নেতৃত্ব কৃষ্ণনগর পুরসভার রাজু সেখ নামে এক কর্মীকে আইন মাফিক টাকা দিয়ে জায়গার অনুমতি চাওয়া হয়।কিন্তু পুর কতৃপক্ষ তা বাঞ্চাল করে দেন বলে বিজেপি কর্মীদের অভিযোগ। বুধবার তারই প্রতিবাদে কৃষ্ণনগর পুরসভার ভেতর এক প্রতিবাদ বিক্ষোভ সংগঠিত হয়।নেতৃত্বের পুরভাগে ছিলেন নদিয়া উত্তরের বিজেপির সভাপতি মহাদেব সরকার।তার দাবী অন্যায় ভাবে তৃনমুলের কৃষ্ণনগর পুর বোর্ড এই কাজ করেছে।এছাড়া মহাদেব বাবু বলেন দিকে দিকে বিজেপি কর্মীদের যেভাবে হেনস্থা করা হচ্ছে বা রাজ্যের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া বিজেপি কর্মীদের উপর নির্মমম ঘটনার জন্য এই সরকার দায়ী।তিনি আরও জানান কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের ঘর বাড়ির টাকা তছরুপ করছে এই সরকার।

 

অন্যদিকে জলংগী ও অঞ্জনা নদী সংস্কারের জন্য বিগত বাম সরকার আর এবার এই তৃনমুল সরকার সমানভাবে দায়ী।এবং এই নদী গুলির জলজ প্রানী থেকে মৎস্য জীবিদের জীবীকা নির্বাহ এক দুর্সাধ্য হয়ে উঠেছে।

IMG 20190904 161209

তাই পুর্বের সরকার আর এই সরকার এই নদী গুলিকে সংস্কার না করে তাদের গলা টিপে হত্যা করেছে বলে তিনি জানিয়েছেন।এই নদীগুলি ইতিহাসের সাথে স্মৃতিবিজরিত তা আজ হারিয়ে জেতে বসেছে।

সম্পর্কিত খবর