বাংলা হান্ট ডেস্কঃ একুশের নির্বাচনের পর থেকেই ফের একবার দলবদল করে বিজেপি থেকে তৃণমূলে যোগদানের ঢল পড়েছে বাংলায়। নির্বাচনের আগে যেমন বিভিন্ন নেতাদের হাত ধরে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেছিলেন একাধিক নিচুতলার কর্মী, তেমনি আবার নির্বাচন শেষে তৃণমূল ক্ষমতায় আসার পর তৃণমূলে যোগদানের ট্রেন্ড চলছে। মুকুল রায় (Mukul Roy), গঙ্গাপ্রসাদ(Gangaprasad) ছাড়া বড় নেতাদের নিয়ে এখনই সিদ্ধান্ত না নিলেও নিচুতলায় রোজই চলছে যোগদানপর্ব। আর সেই সূত্র ধরেই সংবাদমাধ্যমে উঠে আসছে অদ্ভুত সব ঘটনা।
কিছুদিন আগেই আরামবাগে দেখা গিয়েছিল বিজেপি করার প্রায়শ্চিত্ত করতে মাথা ন্যাড়া করে ফের একবার তৃণমূল কংগ্রেসে যোগ দিচ্ছেন নিচু তলার কর্মী-সমর্থকরা। যদিও সাংসদ অপরূপা পোদ্দার (Aparupa Podder) জানিয়েছিলেন, এক্ষেত্রে কোনো রকম চাপ সৃষ্টি করা হয়নি দল তরফে৷ কর্মীরা নিজেদের ইচ্ছাতেই এই কাজ করেছেন। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের একটি ভিডিও ভাইরাল হলো সোশ্যাল মিডিয়ায়।
এবার দেখা গেল, মাথা ন্যাড়া বা অন্য ধরনের কোনো প্রায়শ্চিত্ত নয়, স্যানিটাইজেশন করে তবেই তৃণমূলে নেওয়া হচ্ছে বিজেপি কর্মীদের। ভিডিওটিতে দেখা যাচ্ছে লাইন দিয়ে এগিয়ে আসছেন কর্মীরা আর তাদের ওপর ছড়িয়ে দেওয়া হচ্ছে স্যানিটাইজার। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে উঠেছে ভিডিওটি। একাধিক মন্তব্য করছেন নেটিজেনরা। কেউ কেউ তো এও বলছেন, সাথে একটু গঙ্গাজলও দেবেন কিন্তু।
#Watch| BJP workers ‘sanitised’ before being inducted into TMC in West Bengal. pic.twitter.com/pGyeAYrUsR
— Pooja Mehta (@pooja_news) June 24, 2021
সবমিলিয়ে ঘটনাটি মজার উদ্রেক করলেও, একথা স্পষ্টই বোঝা যাচ্ছে যে বিরোধী শিবিরে ভাঙন ক্রমশ আরও বৃহত্তর হচ্ছে। কিছুদিন আগে কার্যত এই কথা মেনে নিয়েছিলেন রাজ্য সভাপতি দিলীপ ঘোষও। তিনি পরিষ্কার জানিয়ে ছিলেন, নিরাপত্তা দেওয়া যাচ্ছে না বলেই নেতারা বিজেপি থেকে তৃণমূলে যোগদান করছেন। তবে নিচুতলায় কর্মী যোগদান চললেও এখনো পর্যন্ত বড় নেতাদের নিয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি দল। ইতিমধ্যেই আবেদন পত্র পাঠিয়ে রেখেছেন সরলা মুর্মু, সোনালী গুহ, দীপেন্দু বিশ্বাস সহ আরো অনেকেই। এখন তাদের নিয়ে কবে সিদ্ধান্ত নেয় দল, সেদিকেই তাকিয়ে থাকবে সকলে।