বাংলাহান্ট ডেস্ক : জ্ঞানবাপী মসজিদ বিতর্ক চলাকালীন একটি টেলিভিশন শোতে হজরত মহম্মদকে নিয়ে কুরুচিকর মন্তব্য করেছিলেন বিজেপির মুখপাত্র নুপুর শর্মা। যাতে নতুন করে বিতর্কের ঝড় ওঠে। অবশেষে ধর্মীয় ভাবাবেগে আঘাত করার কারণে তাঁকে সাসপেন্ড করল বিজেপি। সেইসঙ্গে বরখাস্ত করা হয়েছে দলের মিডিয়া ইনচার্জ নবীন কুমার জিন্দালকে। ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগ উঠেছে বিজেপি মুখপাত্র নুপুর শর্মার বিরুদ্ধে। এমনকি দায়ের হয়েছে এফআইআর। এরপর রবিবার তাঁকে বহিষ্কার করেছে গেরুয়া শিবির।
রবিবার বিজেপির পক্ষ থেকে বলা হয়েছে, দল সমস্ত ধর্মকে সম্মান করে এবং যে কোনও ধর্মীয় ব্যক্তির অবমাননার তীব্র নিন্দা করে। বিজেপির সাধারণ সম্পাদক অরুণ সিং এক বিবৃতিতে বলেছেন, দল যে কোনও যে কোনও সম্প্রদায়ের ধর্মীয় ভাবাবেগকে সম্মান জানায়। কোনও ধর্মের অপমান বিজেপি বরদাস্ত করে না। যদিও তিনি তাঁর বিবৃতিতে কোনও ঘটনা বা মন্তব্যের সরাসরি উল্লেখ করেননি। অরুণ সিং বলেছেন, ভারতের হাজার বছরের ইতিহাসে প্রতিটি ধর্মেরই বিকাশ ঘটেছে। বিজেপি সব ধর্মকে সম্মান করে। যে কোনো ধর্মের কোনো ধর্মাবলম্বী ব্যক্তির অবমাননার তীব্র নিন্দা করে বিজেপি।
এদিকে নূপুর শর্মা দাবি করেছেন যে ফ্যাক্ট-চেকিং ওয়েবসাইট অল্ট নিউজের সহ-প্রতিষ্ঠাতা মহম্মদ জুবেরের একটি টুইট করেন। তাতে ‘এডিট’ করা একটি ভিডিয়ো রয়েছে। তার থেকেই এই বিতর্কের সৃষ্টি বলে দাবি নূপুরের। তিনি বলেন, ‘আমার বা আমার পরিবারের কোনও সদস্যের সঙ্গে অপ্রীতিকর কিছু ঘটলে জুবেরের সম্পূর্ণ এবং এককভাবে দায়ী হবেন।
এমনিতেই বিজেপির শীর্ষ নেতৃত্বদের নুপুরের দায়িত্বজ্ঞানহীন ও উস্কানিমূলক মন্তব্য পছন্দ ছিল না। কিন্তু পরিবর্তে কোনও পদক্ষেপ নেওয়া হচ্ছিল না তাঁর বিরুদ্ধে। এদিকে তাঁর মন্তব্যের কারণে ক্ষোভে ফেটে পড়েন জনতারা। তাতেই বেশি ঝুঁকি না নিয়ে নুপুর-নবীনকে সরাসরি সাসপেন্ড করল শাসক দল।
‘ভারত আজ পর্যন্ত অলিম্পিকে সোনা পায়নি …’ ভরা মঞ্চে বেফাঁস মমতা