‘নোটার থেকেও কম ভোট পাবে তৃণমূল!’ মমতা-অভিষেকের ত্রিপুরা সফর ঘিরে খোঁচা শুভেন্দুর

বাংলা হান্ট ডেস্কঃ ত্রিপুরায় (Tripura) বেজে গেছে ভোটের দামামা। বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে আটঘাট বেঁধে ময়দানে নেমে পড়েছে সমস্ত রাজনৈতিক দল। মেগা প্রচারের উদ্দেশে গতকাল উত্তর পূর্বের রাজ্যে পৌঁছেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও অভিষেক বন্দোপাধ্যায় (Abhishek Banerjee)। আজ বিশাল রোড শো-র আয়োজন তৃণমূলের। এরই মধ্যে তৃণমূলকে খোঁচা শুভেন্দু অধিকারীর।

মঙ্গলবার সাড়ে পাঁচ কিলোমিটার লম্বা রোড শো করল ঘাসফুল শিবির। আর তাতেই দেখা গেল কাতারে কাতারে মানুষ। এদিন ত্রিপুরার কয়েক হাজার মানুষ জড়ো হলেন তৃণমূলের (Trinamool) রোড শো তে। প্রসঙ্গত, তৃণমূল ত্রিপুরার রাজনীতিতে পা রেখেছে একবছরও হয়নি। এই স্বল্প সময়ের মধ্যেই এদিন বিপুল জনজোয়ার দেখে উচ্ছাসিত ঘাসফুল শিবির। ‘ঘাসের উপর জোড়াফুল, ত্রিপুরা বাঁচাবে তৃণমূল।’ এই স্লোগানেই ধ্বনিত হল ত্রিপুরার মাটি।

অন্যদিকে, গতকালই গতকালই নির্বাচনী প্রচারে ত্রিপুরায় পৌঁছান বিজেপির অমিত শাহ (Amit Shah)। সেখান থেকে বাম-কংগ্রেসকে একহাত নিলেও তৃণমূলের বিরুদ্ধে একটাও শব্দও ব্যয় করেনি কেন্দ্রীয় স্বরাষ্টমন্ত্রী। এই নিয়েও সমালোচনায় সরব হয় তৃণমূল। তবে এদিন এই ইস্যুকেই ঢাল হিসেবে ব্যবহার করলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তৃণমূলকে ধর্তব্যের মধ্যেই আনা যায়না বলে মন্তব্য বিরোধী দলনেতার। সাথেই ‘ত্রিপুরায় নোটার থেকেও কম ভোট পাবে তৃণমূল।’ এমনটাই দাবি শুভেন্দুর।

suvendu bjp

প্রসঙ্গত, ত্রিপুরায় পা রাখলেও গতকাল তৃণমূলের কোনো রাজনৈতিক কর্মসূচি ছিল না। নেত্রীকে কখনও দেখা গিয়েছিল সাধারণ মানুষদের সাথে কথা বলতে, কখনও দেখা গিয়েছে শিঙাড়া তৈরি করতে, কখনও আবার পান সাজাতে। তবে আজ ফুল ভোট প্রচারে ময়দানে নেমেছে তৃণমূল। মঙ্গলবার বিশাল রোড শো-র আয়োজন করে ঘাসফুল শিবির।

এদিনের রোড শো তে যোগ দিয়ে তৃণমূল সেকেন্ড ইন কমান্ডো অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন,’যারা আজ মিছিলে হাঁটলেন তারা ভোট দিলেই ত্রিপুরা থেকে উৎখাত হয়ে যাবে বিজেপি।’ পাশাপাশি এদিনের জনসভায় অভিষেক ডবল ইঞ্জিন সরকারের তত্ত্ব পালটে সিঙ্গল ইঞ্জিন সরকারের কথা উল্লেখ করে বলেন, “ডবল ইঞ্জিনের একটা ইঞ্জিন সিবিআই , একটা ইঞ্জিন ইডি। এখানে রাজ্যও চুরি করবে, কেন্দ্রও চুরি করবে। কেউ কাউকে ধরবে না।”


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর