‘ওর উচিৎ হয়নি…’, কুণালের পুজোয় রাজ্যপালের উপস্থিতি নিয়ে মুখ খুললেন শুভেন্দু

বাংলা হান্ট ডেস্কঃ আজ মহানবমী। উৎসবের আনন্দে মাতোয়ারা বঙ্গবাসী। তবে এই সময়ও অব্যাহত রাজনৈতিক তরজা। গতকাল অষ্টমীর দিন তৃণমূলের রাজ্য সম্পাদক তথা শাসকদলের মুখপাত্র কুণাল ঘোষের (Kunal Ghosh) পুজোয় হঠাৎই হাজির হন রাজ্যপাল সিভি আনন্দ বোস (Cv Ananda Bose)। সেই নিয়ে শুরু হয় তুমুল চৰ্চা। আর এ বার বোসের কুণালের বাড়ি যাওয়া নিয়ে কড়া প্রতিক্রিয়া দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।

ঠিক কী বললেন শুভেন্দু? নন্দীগ্রাম বিধায়ক বলেন, “ওর (রাজ্যপাল) ব্যক্তিগতভাবে যাওয়া ঠিক আছে। তবে ওর পদমর্যাদাটা মনে রাখা উচিত ছিল। আমার সাথে কথা বললে আমি বেলুড মঠে গিয়ে পুষ্পাঞ্জলি দেওয়ার পরামর্শ দিতাম। যেখানে বাংলার এতগুলো মানুষের সারদার টাকা জলে গেছে। সেখানে ওনার যাওয়া উচিৎ হয়নি ।’

এদিন এই ছাড়া অন্য কোনও রাজনৈতিক বিষয়ে শুভেন্দু মন্তব্য করতে চাননি। প্রসঙ্গত, অষ্টমীর দিন হঠাৎই তৃণমূলের কুণাল ঘোষের পুজো সুখিয়া স্ট্রিটের রামমোহন সম্মিলনীতে হাজির হন রাজ্যপাল। সেখানে পুষ্পাঞ্জলি দেন গভর্নর। সমস্ত রাজনৈতিক সমীকরণ যেন পেছনে ফেলে দেয় অষ্টমীর সকালের এই দৃশ্য।

আরও পড়ুন: আজ জোর বৃষ্টিতে ভিজবে রাজ্য! দক্ষিণবঙ্গের ৭ জেলায় তুমুল বর্ষণ, জানিয়ে দিল আবহাওয়া দফতর

suvendu

প্রসঙ্গত সম্প্রতি রাজভবনে গিয়ে রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন তৃণমূলের কুণাল ঘোষ। সেই সময়ও এই নিয়ে চৰ্চা শুরু হয়েছিল। তারপরই অষ্টমীর দিন কুণালের পুজোয় রাজ্যপাল। গতকাল সকাল ১০টা নাগাদ রামমোহন সম্মিলনীতে পৌঁছান রাজ্যপাল।

এ দিন সুকিয়া স্ট্রিটের পুজোয় রাজ্যপালকে স্বাগত জানান কুণাল ঘোষ। বেশ কিছুটা সময় পুজো উপভোগ করেন রাজ্যপাল। তৃণমূল মুখপাত্রের সঙ্গে খোশগল্পে মেতে ওঠেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর