মমতার আশঙ্কাই সত্যি! ফেব্রুয়ারি মাসেই লোকসভা নির্বাচন, দিনক্ষণ জানিয়ে দিলেন শুভেন্দু

বাংলা হান্ট ডেস্ক: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন মমতা (Mamata Banerjee)। এবার সেই জল্পনাই উস্কে দিলেন বিরোধী দলনেতার শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তিনি জানালেন, ফেব্রুয়ারি (February) মাসেই লোকসভা নির্বাচন (Loksabha Election 2024) শেষ হয়ে যাবে। আর তাঁর এই মন্তব্য নিয়েই জল্পনা শুরু হল।

শনিবার উচ্চ প্রাথমিকের (Upper Primary) শূন্যপদের তালিকা সম্প্রতি প্রকাশ পেয়েছে। আগামী ৮ ডিসেম্বর পরীক্ষা নেওয়া হবে বলে জানানো হয়েছে। আর এই নিয়েই মন্তব্য করতে গিয়ে লোকসভা নির্বাচনের প্রসঙ্গ তুলে আনেন শুভেন্দু। তিনি বলেন, ‘পরীক্ষা ৮ ডিসেম্বর হবে, লোকসভা ভোটের আগে রেজাল্ট বের হবে না। ফেব্রুয়ারির শেষে লোকসভা নির্বাচন হয়ে যাবে, কিন্তু রেজাল্ট বের হবে না।’

এদিন উচ্চ প্রাথমিকের চাকরির পরীক্ষার ফি বাবদ রাজ্য সরকার টাকা তুলছে বলে অভিযোগ করেন বিরোধী দলনেতা। তিনি বলেন, ‘চাকরি হবে না, লুঠ হবে। জানতে পেরেছি ৫০০ টাকা করে পরীক্ষার ফি নিচ্ছে। ২৭ কোটি টাকা তোলা হচ্ছে। পরীক্ষার খরচ হবে মাত্র ২ কোটি টাকা‌। ফেব্রুয়ারির শেষে লোকসভা নির্বাচন হবে, রেজাল্ট বের হবে না। ভুয়ো শিক্ষকদের চাকরি বাঁচানোর জন্য লড়াই করতে বাকি ২৫ কোটি টাকা সুপ্রিম কোর্টে (Supreme Court) খরচ হবে।’

উল্লেখ্য, ২০২৪ সালের লোকসভা নির্বাচনে এগিয়ে আনা হতে পারে, এমনটাই জল্পনা চলছিল। মমতা বন্দ্যোপাধ্যায় এই আশঙ্কা করেছিলেন। পাশাপাশি নীতীশ কুমারের (Nitish Kumar) মুখেও সোনা গিয়েছিল একই কথা। কিন্তু এবার খোদ বিজেপি নেতার (BJP) মুখেই এমনটা শোনা গেল। যার ফলে জল্পনা বাড়ছে।

mamata suvendu

এদিকে শুভেন্দুর মন্তব্যের তীব্র কটাক্ষ করেছেন তৃণমূলের (TMC) রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)। তিনি বলেন, ‘ইন্ডিয়া জোটের জনপ্রিয়তার ভয় পেয়েই তড়িঘড়ি ভোট এগিয়ে আনা হচ্ছে।’ অন্যদিকে, সিপিএম (CPIM) নেতা সুজন চক্রবর্তী বলেন, ‘রাম মন্দিরের উদ্বোধনের পরই ফেব্রুয়ারি মাসে তড়িঘড়ি লোকসভা নির্বাচন করে দিতে পারেন মোদী। এই জন্যই কি এমনটা বলা হয়েছে? ভোট এগোনো বা পিছোনোর জবাব কিন্তু তাঁকে দিতে হবে।’

Monojit

সম্পর্কিত খবর