বাংলা হান্ট ডেস্কঃ বছর ঘুরলেই লোকসভা নির্বাচন। আর দেশে এখন এনডিএ (NDA) ভার্সাস INDIA (ইন্ডিয়া)। একজোট হয়ে মোদী বিরোধী আন্দোলনের সলতে পাকাতে শুরু করে দিয়েছে বিরোধী জোট। বুধবার, দিল্লিতে এনসিপি (NCP) প্রধান শরদ পাওয়ারের বাসভবনে, প্রথমবার বিরোধীদের জোট INDIA-র সমন্বয় কমিটির বৈঠকে বসে। সেই কমিটির সদস্য হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও (Abhishek Banerjee) বৈঠকে উপস্থিত থাকার কথা ছিল। সারা দেশের নজর যখন সেই দিকে, ঘটনাচক্রে একই দিনে নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেককে ফের তলব করে ইডি (ED)।
যদিও দিল্লিতে INDIA-র সমন্বয় কমিটির বৈঠকে না গিয়ে ইডির ডাকেই সাড়া দিয়েছিলেন অভিষেক। ঘড়ির কাঁটায় তখন সকাল ১১টা বেজে ৩৫। সিজিও কমপ্লেক্সে ইডি দফতরে ঢোকেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তারপর প্রায় ন’ঘণ্টা পর বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন অভিষেক।
আর সেখানে দাঁড়িয়েই বিরোধীদের লাগাতার তোপ দাগলেন নেতা। নারদা কাণ্ড-সহ একাধিক ইস্যুতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) নিশানা করে জোর আক্রমণ অভিষেকের। মোদী সরকার বদলালেই গ্রেফতার হবেন শুভেন্দু। ঠিক এই হুঁশিয়ারীই শোনা গেল তৃণমূল সাংসদের মুখে।
আরও পড়ুন: DA নিয়ে বড় আপডেট! খুশিতে আত্মহারা রাজ্য সরকারি কর্মীরা
সাংবাদিকদের একাধিক প্রশ্নের মধ্যে উঠে আসে সম্প্রতি নারদা কাণ্ডে সিবিআই তৎপরতার প্রশংসা। সেই বিষয়ে প্রশ্ন করলে জবাবে অভিষেক বলেন, “নারদা কাণ্ডে যাদের টাকা নিতে দেখা গিয়েছে সবাইকে গ্রেপ্তার করা হোক। শুরুটা হোক শুভেন্দুকে দিয়ে।” এখানেই শেষ নয়! এরপরই হুঁশিয়ারি দিয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, এবার লোকসভা ভোটে জোট জিতলে অর্থাৎ কেন্দ্রে ইন্ডিয়া জোট ক্ষমতায় এলেই বাংলার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী গ্রেফতার হবেন।
আরও পড়ুন: কেষ্টর মোট কত কোটির সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ED-CBI? আদালতে জমা হিসাব দেখে ভিরমি খাবেন
অভিষেক বললেন, ‘‘শুভেন্দুকে টিভি ক্যামেরার সামনে টাকা নিতে দেখা গিয়েছে। অথচ এখনও কোনও বিচারপতি বলেননি, ওকে ডেকে পাঠাও। যারা নারদায় অভিযুক্ত তাঁদের সবাইকে গ্রেফতার করা হোক। আর শুরুটা হোক শুভেন্দুকে দিয়ে। আমি বলে দিচ্ছি, এর পর এনডিএ সরকার গিয়ে ‘ইন্ডিয়া’ ক্ষমতায় আসবে। তখন গ্রেফতার হবেন শুভেন্দু।’’
অভিষেকের অভিযোগ, বিজেপিতে যারা গিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তাঁদের বিরুদ্ধে কোনও তদন্ত করছে না। শুধুমাত্র তদন্ত এড়াতে অনেকেই দলবদল করেছে বলেও অভিযোগ করেন অভিষেক।