অবশেষে সূর্যর হাতে এল DNA টেস্টের রিপোর্ট, টিভির আগেই ফাঁস ‘অনুরাগের ছোঁয়া’র ধামাকাদার এপিসোড

বাংলা হান্ট ডেস্ক : স্টার জলসার (Star Jalsha) ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa) সিরিয়ালটিকে (Bengali Serial) ভাঙা গড়ার খেলা বললেও ভুল হয়না। ধারাবাহিকের নায়ক নায়িকা সূর্য-দীপার চড়াই উৎরাই হচ্ছে এই মেগার মূল ইউএসপি। দুজনের মধ্যে প্রবল ভালোবাসা থাকলেও মিশকার চক্রান্তে এতদিন আলাদা হয়ে তারা। মাঝে কয়েকবার দূরত্ব মিটলেও আবার সেই কে সেই।

যারা নিয়মিত সিরিয়ালটিকে সঙ্গ দেন তারা নিশ্চয়ই জানেন, সাম্প্রতিক সময়ে রীতিমত মোড় ঘোরানো এপিসোড চলছে। ইতিমধ্যেই সূর্য জানতে পেরে গিয়েছে যে, কবীর কোনোদিনই বাবা হতে পারবেনা। কবীর এবং শিবানী বহুদিন ধরে চিকিৎসা করালেও কবীরের বাবা হওয়ার কোনও সম্ভাবনাই নেই। তারপর থেকেই নানা ধরণের চিন্তা ঘুরছে সূর্যর মাথায়।

আর তারপরেই জয় সূর্যকে DNA টেস্ট করার পরামর্শ দেয়। সেই মত সোনার চুল এবং রূপার নখ নিয়ে ল্যাবে পৌঁছে যায় সূর্য। তবে ভালো বিষয় এটাই যে, এইবার মিশকা এই বিষয়ে কিছুই জানতে পারেনি। যদিও সূর্যর কিছু রিপোর্ট নিয়ে মিশকা আবারও তার মন বিষিয়ে দেওয়ার চেষ্টা করে তবে সূর্যর মন তখন DNA টেস্টের উপর।

আরও পড়ুন : ‘সেই চুম্বন ছিল…’, বাবা মহেশ ভাটের সঙ্গে ফ্রেঞ্চ কিস নিয়ে প্রথমবার মুখ খুললেন পুজা ভাট

আর এই এপিসোডটার জন্য বাংলার লাখ লাখ দর্শক এতদিন অপেক্ষা করেছিল। অবশেষে প্রকাশ্যে চলেই এল সেই পর্ব‌। আজকের পর্বেই আপনারা দেখতে পাবেন যে, অবশেষে সূর্য DNA টেস্টের রিপোর্ট হাতে পেয়েছে। এবং সে জানতে পেরেছে যে, সোনা এবং রূপা আসলে তারই সন্তান। দীপার প্রতি সে এতদিন ঠিক কত অন্যায় করেছে সেটাও ভালোই বুঝেছে সে।

আরও পড়ুন : মা হলেন মানালি! বিয়ের ৩ বছরের মাথায় কন্যার ছবি শেয়ার করে চমকে দিলেন ভক্তদের

screenshot 2023 09 14 10 57 40 67 a23b203fd3aafc6dcb84e438dda678b6

এদিকে এসবের মধ্যেই দীপার হাল খারাপ। হঠাৎ করেই আবার অসুস্থ হয়ে পড়ে সে। একদিকে সূর্য দিকবিদিক শূন্য হয়ে ছুটে আসছে দীপার কাছে অন্যদিকে লাবণ্য আর প্রবীর দীপাকে নিয়ে ছুটছে হাসপাতালে। হ্যাঁ, সত্যিই চোখে জল আনা একটা পর্বই আজ আপনারা দেখতে পাবেন‌। তবে এরপর দীপা সুস্থ হয়ে ফিরে আসবে নাকি একটা চ্যাপ্টার শেষ হয়ে নতুন কোনো গল্প শুরু হবে তা এখনই বলা যাচ্ছেনা।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর