কোচবিহারে বিজেপির মিছিলে হামলা তৃণমূলের, পাল্টা TMC-এর পার্টি অফিস ভেঙে দিল BJP

বাংলা হান্ট ডেস্কঃ কোচবিহারের মাথাভাঙা শহরে থানা ঘেরাও কর্মসূচীর আয়োজন করেছিল বিজেপি (Bharatiya Janata Party)। সেই মিছিলে হামলা করার অভিযোগ ওঠে তৃণমূলের (All India Trinamool Congress) বিরুদ্ধে। বিজেপির কর্মীরা তৃণমূলের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার পর এলাকায় ছড়ায় হিংসা। বিজেপি অভিযোগ করে বলেছে যে, তৃণমূলের ছোড়া বোমাতে তাঁদের এক কর্মী আহত হয়েছে।

বলে রাখি, গতকাল মাথাভাঙায় বিজেপির নেতা অভিজিৎ বর্মণকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠেছিল শাসক দল তৃণমূলের বিরুদ্ধে। যদিও বন্দুকবাজের লক্ষ্যভ্রষ্ট হওয়ায় এ যাত্রায় রক্ষা পায় অভিজিৎ বর্মণ। আর সেই ঘটনার প্রতিবাদে আজ মাথাভাঙা থানা ঘেরাওয়ের ডাক দেয় বিজেপি।

মিছিল মাথাভাঙা থানার দিকে এগিয়ে যেতেই তৃণমূল কর্মীরা হামলা করেছে বলে অভিযোগ করে বিজেপি। মিছিল লক্ষ্য করে বোমা ছোড়ারও অভিযোগ করে বিজেপি। আর সেই বোমার আঘাতে একজন বিজেপি কর্মী আহত হয়েছে বলে জানা যায়।

এরপরই বিজেপির কর্মীরা পাশের INTTUC এর একটি অফিসে ভাঙচুর চালায় বলে জানা যায়। দুই পক্ষের সংঘর্ষে রণক্ষেত্র হয়ে ওঠে মাথাভাঙা। ঘটনাস্থলে পুলিশ এসে দুই পক্ষকেই সেখান থেকে সরিয়ে দেয় বলে জানা যায়।


Koushik Dutta

সম্পর্কিত খবর