চর্চায় সেই সন্তোষ মিত্র স্কোয়ার! রাম মন্দিরে বেসামাল ভীড় নিয়ে চুলোচুলি শুভেন্দু-কুণালের

বাংলা হান্ট ডেস্কঃ এ বারের পুজোয় সবথেকে বেশি চর্চায় ছিল সন্তোষ মিত্র স্কোয়ারের (Santosh Mitra Square) পুজো। ৮৮ বছরে পদার্পণ করা এই পুজোর এবারের থিম ছিল, অযোধ্যার রাম মন্দির (Ayodha Ram Mandir)। কলকাতার অন্যতম সেরা এই পুজোর (Durga Puja 2023) উদ্বোধন করেন খোদ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তবে বাঙালির দুর্গাপুজোতেও অব্যাহত ছিল রাজনৈতিক তরজা।

সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোর উদ্বোধনে এসে ‘অসুর’, ‘অশুভ শক্তি’ এই সব শব্দ শোনা গিয়েছিল বিজেপির কেন্দ্রীয় নেতাদের মুখে। আর রাজ্য বিজেপির নেতাদের আক্রমণে তো সর্বদাই শাসকদল। সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো নিয়ে তৃণমূল-বিজেপি বাকযুদ্ধ। আর বাড়তি বিতর্ক হয়েছে উপচে পড়া ভীড়ের জন্য। এই নিয়ে রাজ্য সরকারকেও কটাক্ষ করেছেন বিরোধী দলনেতা। আর এই ইস্যুতেই এবার শুভেন্দুর (Suvendu Adhikari) পাল্টা কুণাল ঘোষ (Kunal Ghosh)।

সন্তোষ মিত্র স্কোয়ার বা লেবুতলা পার্কের পুজোর প্রদীপ ঘোষ, বিজেপি নেতা সজল ঘোষের (Sajal Ghosh) নামেই পরিচিত। এই পুজোর গোটা মণ্ডপটাই তৈরি হয়েছে রাম মন্দিরের আদলে। উদ্বোধনের পর থেকেই নজর কাড়া ভীড় সন্তোষ মিত্র স্কোয়ারের মণ্ডপে। কলকাতার মধ্যে সবচেয়ে বেশি মানুষের সমাগম হয়েছে এই সন্তোষ মিত্র স্কোয়ারে।

আরও পড়ুন: পুজোর মরসুমে সুখবর! অবশেষে DA বাড়ানো হল রাজ্য সরকারি কর্মীদের, খুশিতে আত্মহারা সকলে

এই পুজো মণ্ডপে দর্শনার্থীদের ভিড়ের একটি ভিডিও শেয়ার করে নিজের এক্স হ্যান্ডেলে শুভেন্দু অধিকারী ‘তোলামূলী’ শব্দটি ব্যবহার করেন। বিরোধী দলনেতা লেখেন, ‘এই ভিড় উত্তরপ্রদেশ কিংবা বিহারের নয়, এটা পশ্চিমবঙ্গের।’ ‘বাংলা ঠিক রাস্তাতেই রয়েছে।’ শুভেন্দুর এই মন্তব্যেরই পাল্টা প্রতিক্রিয়া দেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ।

santosh mitra square

পাল্টা নিজের এক্স হ্যান্ডেলে কুণাল ঘোষ লেখেন, এটা বাংলারই দৃশ্য। এখানে মানুষের বাকস্বাধীনতা রয়েছে, নিজ নিজ ধর্ম পালনের স্বাধীনতা রয়েছে। তবে বিজেপি শাসিত রাজ্যগুলিতে এই স্বাধীনতা নেই। প্রসঙ্গত, এই সন্তোষ মিত্র স্কোয়ারের রামমন্দির নিয়ে প্রথম থেকেই জোর রাজনৈতিক তরজা চলছিল। আর পুজোর পরও তা অব্যাহত।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর