বাংলা হান্ট ডেস্কঃ পশ্চিমবঙ্গে সাংগঠনিক শক্তি মজবুত করতে জেলা কমিটি গঠনে জোর দিয়েছে বিজেপি (BJP)। পয়লা অগস্ট থেকে ৪ঠা অগস্ট পর্যন্ত টানা চারদিন ধরে কলকাতায় বসেছে একাধিক গুরুত্বপূর্ণ বৈঠক। বিজেপির (BJP) রাজ্য নেতৃত্ব জানিয়েছে, এই বৈঠকের মূল লক্ষ্যই ছিল নতুন জেলা কমিটি গঠন। সূত্র বলছে, আগামী এক সপ্তাহের মধ্যেই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে নতুন কমিটির নাম।
শুক্রবার থেকে রবিবার পর্যন্ত টানা বৈঠক বিজেপির (BJP)
শুক্রবার থেকে রবিবার পর্যন্ত টানা কয়েক দিন ধরে এই বৈঠকে অংশ নেন বিজেপির (BJP) রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য, কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার এবং কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনশল। এমনকি শনিবার রাত গভীর হলেও কমিটি নিয়ে আলোচনা চলে। রাজ্যের ৪৩টি সাংগঠনিক জেলার দায়িত্বপ্রাপ্ত নেতাদের সঙ্গে আলাদা করে কথা বলেন রাজ্য নেতৃত্ব।
এই বৈঠকে রাজ্যের সাতটি মোর্চা, যেমন যুব মোর্চা, মহিলা মোর্চা, তফসিলি জাতি ও উপজাতি মোর্চা, কিষাণ মোর্চা এবং ওবিসি মোর্চার সঙ্গেও পৃথকভাবে আলোচনায় বসা হয়। মূল লক্ষ্য ছিল সব পক্ষকে নিয়ে ভারসাম্য বজায় রেখে জেলা কমিটি তৈরি করা।
বিশেষ সূত্রে জানা যাচ্ছে, আদি বনাম নব্য দ্বন্দ্ব যেন আবার মাথাচাড়া না দেয়, সেদিকে নজর রেখেই জেলা কমিটি গঠন হবে। পুরনো অভিজ্ঞ নেতাদের পাশাপাশি সুযোগ পাবেন নতুনরাও। বাড়তি গুরুত্ব দেওয়া হবে সেইসব কর্মীদের, যাঁরা সঙ্ঘ পরিবারের ঘনিষ্ঠ বা দীর্ঘদিন ধরে দলীয় কাজে যুক্ত। অর্থাৎ, নতুন-পুরনোর মধ্যে একটা সুসমন্বয় রেখে তৈরি হবে আগামী কমিটি।
আরও পড়ুনঃ আর্থিক বঞ্চনার অভিযোগ! FIR খারিজের আর্জি জানিয়ে হাই কোর্টে মিঠুন
দীর্ঘ আলোচনা ও পরিকল্পনার পর এবার বিজেপির (BJP) লক্ষ্য, দ্রুত নতুন জেলা কমিটি ঘোষণা করে মাঠে নামা। লোকসভা নির্বাচনের আগে রাজ্য স্তরে সংগঠনকে শক্তিশালী করাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য। এখন দেখার বিষয়, নতুন কমিটি আদৌ কতটা কার্যকরী ও সমন্বয়পূর্ণ হয়, এবং আদি-নব্য দ্বন্দ্ব এড়িয়ে বিজেপিকে এক ছাতার তলায় রাখা সম্ভব হয় কি না।