বাংলাহান্ট ডেস্ক : মনরেগার নাম বদল নিয়ে বিতর্ক হয়েছে রাজনৈতিক মহলে। ১০০ দিনের কাজ প্রকল্পের নাম থেকে বাদ পড়েছে মহাত্মা গান্ধীর নাম। এ নিয়ে প্রতিবাদে সরব হয়েছে তৃণমূল কংগ্রেস। সংসদের পাশাপাশি রাজ্যের বিভিন্ন জায়গাতেও মনরেগার নাম বদল নিয়ে উঠেছে প্রশ্ন। এই ইস্যুতে এবার পালটা জবাব দিতে পথে নামছে বিজেপি (BJP)। গ্রামে গ্রামে প্রচারের জন্য বড় উদ্যোগ নিতে চলেছে গেরুয়া শিবির।
পালটা প্রচারে নামতে চলেছে বিজেপি (BJP)
জানা যাচ্ছে, ভিবি জি রামজি নিয়ে পালটা প্রচারের পরিকল্পনা করছে বিজেপি। আগামীতে নির্বাচন রয়েছে পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, অসম, কেরলে। তার আগেই ভিবি জি রামজি নিয়ে পথে নামার পরিকল্পনা করেছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। পশ্চিমবঙ্গের গ্রামীণ এলাকাগুলিকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। এ বিষয়ে কর্মসূচি পরিকল্পনা করার জন্য দলের বিধায়ক এবং সাংসদদের সঙ্গে আলাদা করে বৈঠকে বসতে চলেছে কেন্দ্রীয় নেতৃত্ব।

বিরোধীদের পালটা জবাব: যেমনটা জানা যাচ্ছে, মনরেগা ইস্যুতে বিরোধীদের পালটা জবাব দিতেই এই পরিকল্পনা করেছে বিজেপি। বিরোধীদের প্রচারের তথ্যের পালটা বক্তব্য মানুষের কাছে পৌঁছে দিতে বুথ স্তরে বাড়ি বাড়ি গিয়ে প্রচার করার পরিকল্পনা করেছে বিজেপি (BJP)।
আরও পড়ুন : ‘আমি ভালো নেই’, বৈবাহিক জীবনে সমস্যা? লাইভ ভিডিও শেষে আত্মহত্যার চেষ্টা দেবলীনার
হয়েছে বিজেপির বৈঠক: এই নতুন কর্মসূচির পরিকল্পনা চূড়ান্ত করতে সম্প্রতি বিজেপি সভাপতি জেপি নাড্ডা, নবনিযুক্ত কার্যকরী সভাপতি নীতিন নবীন, সাধারণ সম্পাদক সংগঠন বি এল সন্তোষ সরকারের অন্যান্য কেন্দ্রীয় মন্ত্রী, লোকসভা, রাজ্যসভার সাংসদ, প্রদেশ সভাপতি সহ রাজ্য সাধারণ সম্পাদকদের নিয়ে একটি ভিডিও কনফারেন্স করেন। ওই বৈঠকে নতুন আইনের বিষয়ে বিস্তারিত জানিয়েছেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান। সেই পরিকল্পনাই এবার বাস্তবায়িত করতে চলেছে বিজেপি।
আরও পড়ুন : জয় গোস্বামীর পর এবার SIR শুনানিতে ডাক দেবকে, টলিউডের এই জনপ্রিয় অভিনেত্রীকেও সমন কমিশনের
উল্লেখ্য, ১০০ দিনের কাজ নিয়ে বারংবার সরব হয়েছে তৃণমূল। রাজ্য সরকার বহুবার অভিযোগ করেছে, বকেয়া ১০০ দিনের কাজের টাকা আটকে রেখেছে কেন্দ্র। আর তারপর ভিবি জি রামজি প্রকল্প নিয়ে তৃণমূল অভিযোগ করে, ১০০ দিনের কাজের টাকা যাতে না দিতে হয় সে জন্যই প্রকল্পের নাম বদল করে দিয়েছে কেন্দ্র। এবার তারই পালটা জবাব দিতে কোমর বাঁধছে পদ্ম শিবির।












