বাংলা হান্ট ডেস্কঃ বিহারে ভোটার তালিকা সংশোধন ঘিরে বিতর্ক তুঙ্গে। এমন পরিস্থিতিতে পশ্চিমবঙ্গেও খুব শিগগিরই ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া শুরু করতে চলেছে জাতীয় নির্বাচন কমিশন বলে খবর সূত্রের। জানা যাচ্ছে, অগাস্ট মাস থেকেই শুরু হতে পারে ‘স্পেশাল ইনটেনসিভ রিভিশন’ (SIR)। তার আগেই দলীয় স্তরে তৎপর বিজেপি (BJP)। গেরুয়া শিবির ইতিমধ্যেই রাজ্যের নেতা-কর্মীদের ভোটার তালিকা সংশোধন সংক্রান্ত বিষয়ে প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নিয়েছে।
দুটি ধাপে চলবে তালিকা সংশোধন সংক্রান্ত প্রশিক্ষণ
জানা গিয়েছে, দুই ধাপে প্রশিক্ষণ চলছে, বিএলও ওয়ান এবং বিএলও টু। প্রতিটি বিধানসভা এলাকায় তিনজন করে বিএলও ওয়ান প্রশিক্ষণ নিচ্ছেন। এই তালিকা জমা পড়বে সংশ্লিষ্ট ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার (ERO) এবং জেলা নির্বাচনী আধিকারিক তথা জেলাশাসকের কাছে।
প্রশিক্ষণপ্রাপ্ত বিএলও ওয়ান সদস্যরাই পরবর্তীতে বুথভিত্তিক বিএলও টু-দের প্রশিক্ষণ দেবেন। এই উদ্যোগে রাজ্যজুড়ে প্রায় তিন থেকে সাড়ে তিন হাজার বিজেপি (BJP) কর্মীকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, যা চলবে ২০ অগাস্ট পর্যন্ত।
বিজেপির (BJP) মতে, তালিকা সংশোধনের বিষয়টি সাধারণ মানুষের কাছে এখনও জটিল। অনেকেই ফর্ম পূরণ বা প্রয়োজনীয় নথিপত্র সম্পর্কে সচেতন নন। সেই জায়গাতেই প্রশিক্ষণপ্রাপ্ত কর্মীরা ভোটারদের পাশে দাঁড়িয়ে সহায়তা করবেন। পাশাপাশি, অনেক সময় বুথ লেভেল অফিসারদের গাফিলতির অভিযোগ ওঠে। সেই ত্রুটি যাতে না হয়, তা দেখার দায়িত্বও থাকবে প্রশিক্ষণপ্রাপ্তদের উপর।
আরও পড়ুনঃ আইন ভাঙলে শাস্তি দিন! ট্র্যাফিক পুলিশের বিরুদ্ধে কড়া নির্দেশ কলকাতা হাইকোর্টের
উল্লেখ্য, বিহারে নির্বাচন কমিশনের তরফে ৫৬ লক্ষ ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে। কাদের নাম বাদ দেওয়া হয়েছে সেটাও জানানো হয়েছে। তবে তাতেও থামেনি বিতর্ক। এই পরিস্থিতিতে বাংলায় ভোটার তালিকা সংশোধন শুরু হওয়ার আগে সবদিক থেকে প্রস্তুত থাকতে চাইছেন শমীক ভট্টাচার্য। বাংলাতে বিজেপি (BJP) কোনও ঝুঁকি নিতে চাইছে না। তাই কমিশনের প্রক্রিয়ার পাশাপাশি ভোটার তালিকা সংশোধন নিয়ে নিজেদের দলের নেতাকর্মীদেরও পর্যাপ্ত প্রশিক্ষণ দিয়ে প্রস্তুত থাকছে বঙ্গ বিজেপি (BJP)।