বাংলা হান্ট ডেস্কঃ আসন্ন লোকসভা নির্বাচন (Loksabha Election)। কিছুদিনের অপেক্ষা মাত্র। শাসক থেকে বিরোধী বর্তমানে সব শিবিরেরই প্রস্তুতি তুঙ্গে। ভোটের রণকৌশল সাজাতে ব্যস্ত সকলে। আর ওদিকে পড়েছে দল বদলের হিড়িক। এরই মধ্যে অনুব্রত গড় বীরভূমে (Birbhum) শাসকদলে ভাঙ্গন ধরাল বিজেপি (BJP)। শোনা যাচ্ছে, লোকসভার আগেই ঘর ওয়াপসি করছেন তৃণমূলের (Trinamool Congress) জেলা সাধারণ সম্পাদক অতনু চ্যাটার্জি (Atanu Chatterjee)। আর এই খবরেই এখন শোরগোল জেলার রাজনীতিতে।
বিজেপির জেলা সাধারণ সম্পাদক ছিলেন অতনু চ্যাটার্জি। বীরভূম জেলা প্রাক্তন তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল গেরুয়া শিবির থেকে অতনুকে নিয়ে এসেছে জেলা সম্পাদকের দায়িত্ব দিয়েছিলেন। বর্তমানে কেষ্ট নেই। সেই ২০২২ সালের অগাস্ট মাস থেকে গরু পাচার মামলায় জেলবন্দি তৃণমূলের দাপুটে নেতা অনুব্রত মণ্ডল। এখন তার ঠিকানা হয়েছে দিল্লির তিহাড়। আর কেষ্টর অনুপস্থিতিতে অতনুর ঘর ওয়াপসির সম্ভাবনা জোড়ালো হয়েছে।
গতকাল শনিবার সাঁইথিয়ায় বিজেপির বিক্ষোভ কর্মসূচিতে সক্রিয় ভূমিকায় দেখা গিয়েছে অতনু চ্যাটার্জিকে। তারপর থেকেও তৃণমূল নেতার বিজেপিতে ফেরার জল্পনায় শোরগোল পড়ে গিয়েছে জেলার রাজনীতিতে। যদিও এই বিষয়ে স্পষ্ট ভাবে কিছু জানান নি অতনুবাবু। তিনি শুধু বলছেন বন্যেরা বনে সুন্দর।
ভোটের আগে এবার অতনুকে নিয়ে শুরু রাজনৈতিক তরজা। এই বিষয়ে বিজেপি-র বীরভূম সাংগঠনিক জেলার সভাপতি ধ্রুব সাহা বলেন, পঞ্চায়েত ভোটের সময় থেকেই অতনু বিজেপির হয়ে কাজ করছেন। অতনু ছাড়াও তৃণমূলের আরও অনেক নেতা আমাদের সঙ্গে যোগাযোগ রাখছে। তাদের মধ্যে থেকে আমরা শুধুমাত্র বেছে নেব কে ছোট চোর কে বড় চোর।
আরও পড়ুন: কলকাতায় শুরু বৃষ্টি! বাড়বে তাপমাত্রা, এই দিনই পাকাপাকি বিদায় নিচ্ছে শীত: আবহাওয়ার খবর
তিনি আরও বলেন, ‘অতনু অভিমান করে দল ছেড়ে গিয়েছিল। ঘরের ছেলে ঘরে ফিরে এসেছে।’ অন্যদিকে অতনু প্রসঙ্গে তৃণমূলের জেলা কোর কমিটির আহ্বায়ক বিকাশ রায়চৌধুরী অবশ্য বলেন, অনেক আগেই অতনুকে দল থেকে ছেঁটে ফেলা হয়েছে।