বাংলা হান্ট ডেস্ক : উত্তরপ্রদেশ গুজরাত দিয়ে শুরু হয়েছিল, সময়টা ছিল 2018 ডিসেম্বর।তখন থেকেই গেরুয়া বাহিনীর দাপট আস্তে আস্তে স্তিমিত হচ্ছিল, নিজের দুর্গেই কার্যত শত্রু হয়ে উঠেছেন। এর পর বড় ধাক্কা খেয়েছে মহারাষ্ট্রে। বিজেপি যেহেতু গতবার বিধানসভা নির্বাচনে মহারাষ্ট্রে ভাল ফলাফল করেছিল তাই এ বছরও অন্যথা হবে না এমনটাই আশা করেছিল কিন্তু হঠাত্ এনডিএ জোট ছেড়ে বেরিয়ে আসতেই মহারাষ্ট্রে বিজেপির ভিত নড়বড়ে হয়ে গেল।
আর তাই সেরা যে শুরু হয়েছে বিরোধীদের সঙ্গে মরণপণ লড়াই। কিন্তু এরই মধ্যে আবারও দুঃসংবাদ গেরুয়া বাহিনীতে, রাজস্থান পুর নির্বাচনে একেবারে ধুয়ে মুছে সাফ হয়ে গেল বিজেপি। বড়সড় জয় পেল কংগ্রেস। জানা গিয়েছে রাজস্থান পুর নির্বাচনে 49 আসনের মধ্যে 35 তেই জয় পেয়েছে কংগ্রেস, মাত্র 12 আসনে জয়লাভ করেছে বিজেপি। তাই এক দিকে মহারাষ্ট্র নির্বাচন ঘিরে বিজেপির অবস্থা একেবারে খারাপ তার উপরে রাজস্থান পুরো নির্বাচন মড়ার ওপর খাঁড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে।
This is heartening that Congress candidates have been elected in 35 Urban Local Bodies out of 49 for the post of chairpersons. I congratulate them, party workers n leaders.
People have so graciously given their support n we will do our best to fulfill their aspirations.#Rajasthan— Ashok Gehlot (@ashokgehlot51) November 26, 2019
সম্প্রতি রাজস্থানের নগর নিগম নগর পরিষদ এবং নগর পালিকা নির্বাচন হয়। মঙ্গলবার থেকে ভোট গণনা শুরু হয়, প্রথম থেকেই বিজেপির অবস্থা একেবারেই খারাপ ছিল ঠিক তেমনটাই হল ফল প্রকাশের পর। দেখা গেল অধিকাংশ আসন দখল করেছে কংগ্রেস তার মধ্যে আবার তিনটি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গিয়েছে কংগ্রেস।
উল্লেখ্য রাজস্থানের স্থানীয় নির্বাচনে কংগ্রেসের জয় হয়েছিল ঠিক তার পরেই আবারও বড়সড় ধাক্কা হল পুরভোট কেন্দ্র করে। তবে পুরসভা নির্বাচনে এভাবে সাফল্য পাওয়ায় মুখ্যমন্ত্রী অশোক গেহেলট টুইটারে সাধারণ মানুষ তাঁদের আন্তরিকভাবে সমর্থন করেছে বলে জানান একই সঙ্গে নগরের উন্নয়নে ঐকান্তিক ভাবে সাহায্য করা হবে বলেও জানিয়েছেন তিনি।