রাজ্যের আরো ৫টি মন্ত্রীর বিধায়ক এলাকায় বিজেপির কাছে হেরেছে তৃনমূল

বাংলাHunt : লোকসভা নির্বাচনের ফল ঘোষণা হয়ে গেছে এবং বিজেপি সারা ভারতে ভালো ফল করেছে, তাদের জোর সঙ্গীরা ভালো ফল করেছে। বিজেপি এবছর ভোটের আগে যে বার্তা দিয়েছে সেই বার্তায় কার্যকর করার চেষ্টা করেছে।

তার ফল স্বরূপ ফল মিলেছে। বিজেপি মূলত যে রাজ্য গুলোর উপর নিয়ন্ত্রণ বা টার্গেট করে ছিল তার মধ্যে অন্যতম বাংলা। সেখানে ৪২টি লোকসভা কেন্দ্রের মধ্যে তারা ২৩টিপাখির চোখ করে লোকসভা নির্বাচন জয় লাভের জন্য এগিয়ে ছিল কিন্তু ১৮ টি আসুনে জয় লাভ করে।রাজনৈতিক মহলের মতে ২০১৪ সালে বিজেপি মাত্র দুটি লোকসভা আসন পেয়েছিল বাংলা থেকে,সেখান ১৮টি আসুন বেশি পেয়েছে। বাংলার রাজনৈতিক পটভূমি কিছুটা পরিবর্তন করেছে। সেই পরিপ্রেক্ষিতে এবার তৃণমূলকে কিছুটা বেগ পেতে হয়েছে।

আজ কালীঘাটের নিজের বাসভবনে রাজ্যের মন্ত্রী এবং জয়ী এবং হেয়ে যাওয়া প্রার্থীদের সাথে আলোচনা করবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি কোথায় কোথায় হেরেছেন এবং তার ফলে বাংলায় তৃণমূলের আসুন কমেছে, সেই নিয়ে পর্যালোচনা হবে বলে সূত্র জানা যাচ্ছে।

9cac5 img 20190525 124300

দেখা যাক কোথায় কোথায় এবং কোন কোন নদীয়া জেলার তৃণমূল সভাপতির বিধানসভা কেন্দ্র তেহট্টো নদীয়ায় পিছিয়ে তৃণমূল প্রথম স্থানে বিজেপি।, পশ্চিমাঞ্চল উন্নয়নমন্ত্রী শান্তিরাম মাহাতো বিধানসভা কেন্দ্র বলরামপুরে প্রথম স্থানে বিজেপি তৃণমূল, ব্যোরো মন্ত্রী বিনয়কৃষ্ণ বর্মন এর বিধানসভা কেন্দ্র মাথাভাঙ্গা কোচবিহারে পিছিয়ে টিএমসি প্রথম স্থানে বিজেপি,

ক্রীড়ামন্ত্রী লক্ষীরতন শুক্লার বিধানসভা কেন্দ্র হাওড়া উত্তরে পিছিয়ে তৃণমূল প্রথম স্থানে বিজেপি।ক্ষুদ্র ও মাঝারি শিল্প প্রতিমন্ত্রী রত্না ঘোষের বিধানসভা কেন্দ্র চাকদায় পিছিয়ে তৃণমূল প্রথম স্থানে বিজেপি।


সম্পর্কিত খবর