টি-শার্টে আপত্তিকর ছবি! RSS-এর ‘অপমানে’ কুণাল কামরার বিরুদ্ধে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি বিজেপির

Published on:

Published on:

BJP warns of legal action against Kunal Kamra.
Follow

বাংলা হান্ট ডেস্ক: ফের বিতর্কের কেন্দ্রবিন্দুতে কৌতুকশিল্পী কুণাল কামরা (Kunal Kamra)। সোমবার সোশ্যাল মিডিয়ায় নিজের একটি ছবি পোস্ট করতেই তীব্র প্রতিক্রিয়া শুরু হয়েছে রাজনৈতিক মহলে। ছবিতে দেখা যায়, কুণালের পরনে একটি কালো টি-শার্ট, যার উপর বড় হরফে লেখা PSS। লিখনের উপরে একটি কুকুরের ছবি আঁকা, যা দেখে মনে হয়েছে যেন কুকুরটি ওই লেখার উপর প্রস্রাব করছে। এই দৃশ্যকে RSS–এর প্রতি অপমান বলে দাবি করেছে বিজেপি এবং তাদের অভিভাবক সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘকে ব্যঙ্গ করার অভিযোগ উঠেছে কুণালের বিরুদ্ধে। ছবিটি ছড়িয়ে পড়তেই সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় শুরু হয়।

ফের বিপাকে কৌতুকশিল্পী কুণাল কামরা (Kunal Kamra):

মঙ্গলবার বিজেপি-র সিনিয়র নেতা চন্দ্রশেখর বাওয়ানকুলে কড়া হুঁশিয়ারি দেন কুণালকে (Kunal Kamra)। তিনি সাংবাদিকদের জানান, কুণাল যে ধরনের ‘আপত্তিকর’ পোস্ট করছেন সেগুলোর বিরুদ্ধে কড়া আইনি ব্যবস্থা নেওয়া হবে। তাঁর কথায়, “এই ধরনের আপত্তিকর জিনিস পোস্ট করলে পুলিশ অবশ্যই পদক্ষেপ করবে, সে যে-ই হোক না কেন।” বিজেপি-র দাবি, PSS লেখা স্পষ্টতই RSS–এর বিকৃত রূপ, এবং পোস্টটি উদ্দেশ্যপ্রণোদিত ভাবে সঙ্ঘকে অপমান করার জন্যই করা হয়েছে। যদিও কুণাল তাঁর পোস্টে ক্যাপশন দেন—‘কোনও কমেডি ক্লাবে ছবিটি তোলা হয়নি’, যা আরও উস্কে দিয়েছে বিতর্ককে।

আরও পড়ুন: বিয়ের মরশুমে হু হু করে বাড়ল সোনার দাম! জানুন আজ ২২ ও ২৪ ক্যারেট হলুদ ধাতুর দর কত?

এই ঘটনা ঘিরে ক্ষোভ প্রকাশ করেছেন মহারাষ্ট্র সরকারের মন্ত্রী এবং শিবসেনা (একনাথ শিন্ডে গোষ্ঠী)-র নেতা সঞ্জয় শিরসতও। তিনি বলেন, “আগেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্ডেকে নিশানা করেছে ও। আমরা তখনই বুঝিয়ে দিয়েছিলাম। এখন আবার RSS-কে নিয়ে আপত্তিকর পোস্ট করছে।” তাঁর দাবি, কুণালের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া উচিত এবং এটি মোটেই সাধারণ ব্যঙ্গ বা কৌতুক হিসেবে দেখা উচিত নয়। রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে বারবার কটাক্ষ করে কুণাল (Kunal Kamra) ইচ্ছাকৃতভাবে সীমা অতিক্রম করছেন বলে অভিযোগ তাঁর।

BJP warns of legal action against Kunal Kamra.

এর আগেও একাধিকবার বিতর্কে জড়িয়েছেন কুণাল কামরা (Kunal Kamra)। চলতি বছরের মার্চ মাসেই মুম্বইয়ের একটি অনুষ্ঠানে পারফর্ম করার সময় তিনি গানের ছন্দে ব্যঙ্গ করেন মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডেকে। নাম না করে রাজনৈতিক কেরিয়ার নিয়ে কটাক্ষ করেন তিনি। সেই ঘটনার পর উত্তেজনা ছড়িয়ে পড়ে শিবসেনা (শিন্ডে গোষ্ঠী)-র মধ্যে। অভিযোগ, কুণাল যে হ্যাবিট্যাট কমেডি ক্লাবে পারফর্ম করেন, সেটি ভাঙচুর করে ক্ষোভ দেখান তাঁদের সমর্থকরা। সেই সময়ও কুণালের বিরুদ্ধে তীব্র সমালোচনা হয়েছিল।

আরও পড়ুন: ‘ঝুঁকির মুখে গণতন্ত্র’, সংবিধান দিবসে বিজেপিকে খোঁচা! কী বললেন মমতা?

বর্তমানে তাঁর টি-শার্ট সংক্রান্ত নতুন পোস্টকে কেন্দ্র করে আবারও একই বিতর্কের পুনরাবৃত্তি ঘটেছে। কুণালের বিরুদ্ধাচরণে সমালোচনার মাত্রা বাড়ছে, বিজেপি এবং শিবসেনা (শিন্ডে)–র একাধিক নেতা প্রকাশ্যে কঠোর অবস্থান নিচ্ছেন। অন্যদিকে, কুণালের সমর্থকরা মতপ্রকাশের স্বাধীনতার প্রশ্ন তুলেছেন। তবে রাজনৈতিক ব্যক্তিত্বদের নিয়ে তাঁর নিয়মিত ব্যঙ্গ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে তীক্ষ্ণ মন্তব্যের জেরে তিনি যে বারবার বিতর্ক তৈরি করছেন, তা নিয়ে কোনও সন্দেহ নেই। এখন দেখার বিষয়, বিজেপি যে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছে, তা কতটা কার্যকর হয় এবং কুণালের প্রতিক্রিয়া কী আসে।