বাংলা হান্ট ডেস্কঃ বঙ্গে গেরুয়া শক্তিকে চাঙ্গা করার দায়িত্ব বর্তেছে মহাগুরু মিঠুন চক্রবর্তীর (Mithun Chakraborty) ওপর। ভোট পূর্বে শক্ত হাতে বঙ্গ বিজেপির হাল ধরতে মরিয়া গেরুয়া শিবিরের এই তারকা নেতা। কখনও ভরা সভা থেকে তাঁর গলায় শোনা যাচ্ছে রাজ্যের শাসকদলের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি, কখনও ভবিষ্যৎবাণী, তো কখনও সিনেমার সংলাপে জনতার মন জয়। এবার নিজের স্টাইলেই বিজেপির (BJP) জন্য নতুন সংলাপ তৈরি করলেন খোদ মহাগুরু।
পঞ্চায়েত ভোটকে (Panchayat Vote) পাখির চোখ করে রবিবার হুগলির (Hooghly) মশাটে জনসভা করতে যান মিঠুন চক্রবর্তী। আর সেখানে গিয়েই নতুন করে সংলাপ তৈরি করলেন মহাগুরু। ফের শোনা গেল ‘মোদী ম্যাজিকে’র কথা। তিঁনি বলেন , ”ভারতে এই মুহূর্তে মোদী ছাড়া কেউ প্রধানমন্ত্রী হতে পারেন না। মোদী ম্যাজিক যতদিন, ভারতে বিজেপির শাসনও ততদিন।” মহাগুরুর এহেন মন্তব্যের পরই জোর চর্চা শুরু হয়েছে রাজনীতির অন্দরে। তবে কী মোদী ছাড়া বিজেপির কোনো অস্তিত্বই নেই? তারই ইঙ্গিত দিলেন ‘ফাটাকেষ্ট’! এসব প্রশ্নেই এখন তুঙ্গে জল্পনা।
এদিন ঠিক কী বললেন মিঠুন চক্রবর্তী? তাঁর কথায় ,”ভারতে এই মুহূর্তে নরেন্দ্র মোদী ছাড়া কেউ প্রধানমন্ত্রী হতে পারেন না। মোদী ম্যাজিক যতদিন, ভারতে বিজেপির শাসনও ততদিন। আমাদের মতো ভারতকে যারা ভালবাসে, সেবা করে, তারাই আসল ভারতীয়। আসুন, আমরা সবাই মিলে সেই ভারত গড়ি। একবার বিজেপিকে ভোট দিয়ে সুযোগ করে দিন। কথা দিচ্ছি, যাদের মাথার উপর পাকা বাড়ি নেই, তাদের তা বানিয়ে দেব। অতীত ভুলে যান, যা হয়ে গেছে, হয়ে গেছে। এবার আমরাই বাংলা গড়ব, ভারত গড়ব, সরকার গড়ব। একবার সুযোগ পেলে পরিবর্তন হবেই। অন্য খেলা হবে।”
প্রসঙ্গত, ভোট পূর্বে বাংলার গেরুয়া সংগঠনকে অক্সিজেন জোগানোর দায়িত্ব নিয়েছেন মহাগুরু। কোথাও মেতে উঠছেন সভায়-কর্মসূচীতে, তো কখনও ছুটছেন জেলা সফরে। সবটাই একহাতে সামলাচ্ছেন। তবে এই সকল সফরে তাঁর সঙ্গী বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। বাঙালির বড্ড কাছের মানুষ মিঠুন চক্রবর্তী। পর্দায় দুর্ধর্ষ অভিনয়ে মন জয় করেছেন সকলের। তবে সেই জনপ্রিয়তা দিয়ে কী পঞ্চায়েত ভোটকে বিজেপির বাগে করতে পারবে মহাগুরু? উত্তর দেবে সময়। অপেক্ষা কিছুদিনের।