‘বিধানসভা নির্বাচনে চাই ৭০ শতাংশ ভোট’, বিজেপির জয়ের লক্ষ্যমাত্রা বেঁধে দিলেন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব

বাংলাহান্ট ডেস্কঃ স্থানীয় পুর ভোটে গেরুয়া ঝড়ের সামনে টিকতে পারেনি বাম-কংগ্রেস-তৃণমূল কোন পক্ষই। এবার সেই পথে হেঁটেই দলকে ২০২৩ সালের নির্বাচনী লক্ষ্য স্থির করে দিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব (biplab kumar deb)। পেতে হবে ৭০ শতাংশ ভোট।

সম্প্রতি ত্রিপুরার স্থানীয় পুর ভোট শেষে এবার বুধবার আগরতলা পুরসভার কাউন্সিলরদের সঙ্গে শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। সেখানে তিনি বলেন, ‘পুর নির্বাচনে আমরা ৬০ শতাংশ ভোট পেলেও, এবার বিধানসভা নির্বাচনে চাই ৭০ শতাংশ ভোট। মানুষের দেওয়া ভোটের কারণেই আমাদের ভোটের হার অনেকখানি বেড়ে গিয়েছে’।

PTI11 28 2021 000201B 0 1639023577767 1639023598082

আগামীর ৭০ শতাংশ ভোটের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দিয়ে তিন ‘ন’ এবং তিন ‘স’ ফর্মুলায় কাজের পদ্ধতি বাথলে দিলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘তিন ”ন” অর্থাৎ নিয়ত, নীতি, নিয়ম এবং তিন ”স” অর্থাৎ সংবাদ, স্বভাব, সদাচার মেনেই কাজ করতে হবে। কোনও শর্টকাট হয় না সাফল্যের। ভালো কাজ করলে, আপনার ভবিষ্যতের দরজা নিজে থেকেই খুলে যাবে। দেশের স্মার্ট সিটির তালিকার শীর্ষস্থানে নিতে হবে আগরতলাকে। প্রথমবার ইন্টিগ্রেটেড কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার খোলা হয়েছে আগরতলায়’।

প্রসঙ্গত জানিয়ে রাখি, পুর ভোটে ৩৩৪ টি আসনের মধ্যে আগে থাকতেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় ১১২ টি আসনে জয়ী হয়ে গিয়েছিল বিজেপি। এরপর নির্বাচন শেষে দেখা যায় ৫৯ শতাংশ ভোট পেয়ে ৩২৯ টি আসনে জয়ী হয়ে নিজেদের জায়গা বহাল রাখে গেরুয়া শিবির।

অন্যদিকে দেখা যায়, অনেক গর্জালেও ১৬.৪ শতাংশ ভোট পেয়ে মাত্র ১ টি আসনে জয় আনতে পারে তৃণমূল শিবির। আর ১৮.১ শতাংশ ভোট পেয়ে মাত্রা ৩ টি আসনে জয়লাভ করতে পারে ভারতের কমিউনিস্ট পার্টি।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর