বাংলা হান্ট ডেস্কঃ হাতে আর মাত্র কিছুদিন। বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন (Assembly Election)। বিধানসভা ভোটকে পাখির চোখ করে ঘুঁটি সাজাতে ব্যস্ত সমস্ত রাজনৈতিক দলগুলি। এই আবহেই ছক্কা হাকাল বিরোধী শিবির বিজেপি (BJP)। নন্দীগ্রাম বিধানসভার নন্দীগ্রাম ২ নং ব্লকের বিরুলিয়া সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিঃ-এর পরিচালক মণ্ডলীর নির্বাচনে ১২-০ ফলাফলে জয়ী পদ্ম শিবির।
বিরুলয়া গেরুয়া ব্রিগেডের দখলে | BJP
রবিবার নন্দীগ্রামে সমবায় ভোটে ফের নিরঙ্কুশ জয় পদ্ম শিবিরের। বিরুলয়া সমবায় সমিতির ভোটে বড় জয় গেরুয়া শিবিরের। মোট আসন সংখ্যা ১২। আর ১২ আসনেই জিতেছেন বিজেপি সমর্থিক প্রার্থীরা। রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের প্রাপ্ত আসন সংখ্যা শূন্য।
শুভেন্দু গড়ে গো হারা হেরেছে তৃণমূল। জোটেনি একটিও আসন। কোনও অশান্তির খবরও শোনা যায়নি নির্বাচনকে ঘিরে। এদিন বিকেলে ফলাফল সামনে আসতেই গেরুয়া ঝড়। এই নির্বাচনকে ঘিরে টানটান উত্তেজনা ছিল তৃণমূল-বিজেপির মধ্যে। তবে রেজাল্ট সামনে আসতেই সব জলের মত পরিষ্কার।
বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বসিত বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সমাজমাধ্যমে শুভেন্দু লিখেছেন, ‘নন্দীগ্রাম বিধানসভার নন্দীগ্রাম ২ নং ব্লকের বিরুলিয়া সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিঃ-এর পরিচালক মণ্ডলীর নির্বাচনে ১২-০ ফলাফলে চোরেদের পরাজিত করে রাষ্ট্রবাদী প্রার্থীরা জয়লাভ করেছেন।’
আরও পড়ুন: আর আফসোস নয়! এবার অনেকটাই DA বাড়বে সরকারি কর্মীদের, পুজোর মধ্যেই আসবে সুখবর?
কৃতজ্ঞতা জানিয়ে শুভেন্দু লিখেছেন, ‘রাষ্ট্রবাদীদের নির্বাচিত করার জন্য ভোটদাতা সকল সমবায়ী বন্ধুদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করি এবং নির্বাচিত সকল সদস্যদের জাতীয়তাবাদী গৈরিক অভিনন্দন জানাই।’ বিধানসভা ভোটের আবহে বিজেপির এই জয় যে স্বাভাবিকভাবেই বাড়তি অক্সিজেন যোগাবে পদ্ম শিবিরকে, সেই বিষয়ে কোনো সন্দেহ নেই।