বাংলা হান্ট ডেস্কঃ বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন (Assembly Election)। বর্তমানে জোর কদমে চলছে ভোট প্রস্তুতি। পায়ের তলার মাটি শক্ত করতে ময়দানে রাজনৈতিক দলগুলি। এই আবহেই ফের শক্তি প্রদর্শন বিরোধী বিজেপি (BJP) শিবিরের। পূর্ব মেদিনীপুরের ভগবানপুরের পূর্ব রাধাপুর সমবায় সমিতিতে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে পদ্মশিবির। শাসকের অবস্থা শোচনীয়।
ভগবানপুরের পূর্ব রাধাপুর সমবায় সমিতিতে বিজেপির বড় জয় | BJP
বৃহস্পতিবার নন্দীগ্রামে সমবায় ভোটে ফের নিরঙ্কুশ জয় পদ্ম শিবিরের। পূর্ব রাধাপুর সমবায় সমিতিতে মোট আসনসংখ্যা ৯। সবগুলো আসনেই ফুটেছে পদ্ম। ওদিকে খাতাই খুলতে পারেনি তৃণমূল। এদিন সকাল থেকে ভোটগ্রহণ পর্ব চলে। সন্ধ্যায় ফল বেরোতে দেখা যায় বড়সড় জয় পেয়েছে বিজেপি।
সমবায়ের জয় নিয়ে খুশি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, “রাষ্ট্রবাদী আজ চোরেদের অর্থাত্ তৃণমূল কংগ্রেস, যারা চোর হিসেবে স্বীকৃত, তাদের পরাজিত করেছে। আমরা গত কয়েক মাসে ৫২ সমবায় সমিতিতে চোরদের হারালাম।” শুভেন্দু জানান, “এই সমবায়গুলো সবগুলিতেই এগারোর আগে সিপিএম ছিল, পঁচিশের আগে তৃণমূল ছিল।”
শুভেন্দুর কথায়, “এটা গুরুত্বপূর্ণ সিগন্যাল। সিগন্যালটি পরিষ্কার, মানুষ কী চাইছে। ” রাধাপুরের সমস্ত মানুষকে ৫২তম জয়ের অভিনন্দন জানিয়েছেন বিরোধী দলনেতা। গত সপ্তাহেই বিরুলয়া সমবায় সমিতির ভোটে বড় জয় পায় গেরুয়া শিবির।
বিরুলয়া সমবায় সমিতির ভোটে ১২ আসনেই জয় পেয়েছিলেন বিজেপি সমর্থিক প্রার্থীরা। সেই নির্বাচনেও রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের প্রাপ্ত আসন সংখ্যা ছিল শূন্য। বিধানসভা ভোটের আবহে একের পর এক সমবায় জয় যে বিজেপি শিবিরকে কিছুটা হলেও বাড়তি অক্সিজেন যোগাবে, সেই বিষয়ে কোনো সন্দেহ নেই রাজনৈতিক মহলে।