বাংলা হান্ট ডেস্কঃ আগামী বছর শুরুতেই বিধানসভা নির্বাচন (Assembly Election)। তার আগে শুভেন্দু গড় পূর্ব মেদিনীপুরে (Purba Medinipur) বিজেপির (BJP) জয়ের ধারা অব্যাহত। চণ্ডীপুর বিধানসভায়, ভগবানপুর ১ নং ব্লকের গুড়গ্রাম অঞ্চলের গড়ভেড়া সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড-এর পরিচালন সমিতি নির্বাচনে বিপুল জয় পেয়েছে বিজেপি। শুক্রবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) নিজের ফেসবুকে এই ‘খুশির খবর’ দিয়েছেন।
শুভেন্দুর গড়ে একের পর এক সমবায় গেরুয়ার দখলে | BJP
গড়ভেড়া (Gorvera) সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে ৯টি আসনেই জয়লাভ করে বিজেপি সমর্থিত প্রার্থীরা। শাসকদল তৃণমূলের কংগ্রেসের ঝুলিতে একটি আসনও যায়নি। রাজ্যে বিধানসভা ভোটের আবহে বিজেপির একের পর এক সমবায় জয় বড় স্বস্তি দিচ্ছে পদ্ম শিবিরে।
বিরোধী দলনেতা এই নিয়ে সমাজমাধ্যমে লিখেছেন, ‘চণ্ডীপুর বিধানসভায়, ভগবানপুর ১ নং ব্লকের গুড়গ্রাম অঞ্চলের গড়ভেড়া সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড-এর পরিচালন সমিতি নির্বাচনে ৯-০ ফলাফলে চোরেদের পরাজিত করে রাষ্ট্রবাদী প্রার্থীরা জয়লাভ করেছেন।’
সকলকে কৃতজ্ঞতা জানিয়ে শুভেন্দু লিখেছেন, “রাষ্ট্রবাদীদের নির্বাচিত করার জন্য ভোটদাতা সকল সমবায়ী বন্ধুদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করি এবং নির্বাচিত সকল সদস্যদের জাতীয়তাবাদী গৈরিক অভিনন্দন জানাই।”
আরও পড়ুন: সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোয় পুলিশের একের পর এক চিঠি, কারণ জানিয়ে মুখ খুললেন মনোজ বর্মা
উল্লেখ্য, এর আগে সোনাচূড়া সমবায়, বিরুলয়া সমবায় সমিতি সহ নন্দীগ্রামে একের পর এক সমবায়ে বড় ব্যবধানে জয় পেয়েছে গেরুয়া শিবির। এবার সেই তালিকায় জুড়ল গড়ভেড়া সমবায় কৃষি উন্নয়ন সমিতি। বিধানসভা ভোটের আবহে একের পর এক সমবায় জয় গেরুয়া শিবিরকে বাড়তি অক্সিজেন যোগাবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।