শুভেন্দু গড়ে বড় ধাক্কা তৃণমূলের! নন্দীগ্রামে সমবায় নির্বাচনে সব আসনে গেরুয়া ঝড়, খালি হাতে ফিরল শাসকদল

Published on:

Published on:

bjp(2)

বাংলা হান্ট ডেস্কঃ সব ঠিকঠাক থাকলে আগামী বছর শুরুতেই বিধানসভা নির্বাচন (Assembly Election)। বিধানসভা ভোটকে পাখির চোখ করে এখন থেকেই কুর্সি দখল করতে লড়াইয়ের প্রস্তুতি শুরু করে দিয়েছে রাজনৈতিক দলগুলি। এই আবহে একের পর এক সমবায় জয় বিজেপির (BJP)। বিরুলিয়ার পর এবার নন্দীগ্রাম বিধানসভায়, নন্দীগ্রাম ১ নং ব্লকের সোনাচূড়া সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড-এর পরিচালন সমিতি নির্বাচনে জয়লাভ করল বিজেপি সমর্থিত প্রার্থীরা।

সোনাচূড়া সমবায়ে গেরুয়া ব্রিগেডের জয় | BJP

সোনাচূড়া সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড-এর পরিচালন সমিতির নির্বাচনে ১২টি আসনেই জয়লাভ করেছে বিজেপি। রবিবার নন্দীগ্রামে সমবায় ভোটে ফের নিরঙ্কুশ জয় পদ্ম শিবিরের। ওই সমবায় মোট আসন সংখ্যা ১২। আর ১২ আসনেই জিতেছেন বিজেপি সমর্থিক প্রার্থীরা। রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের প্রাপ্ত আসন সংখ্যা শূন্য।

বিধানসভা ভোটের আগে শুভেন্দু অধিকারীর গড়ে সমবায় ভোটে ধাক্কা খেল তৃণমূল কংগ্রেস। এদিন সমবায়ের ফলাফল সামনে আসতেই উচ্ছ্বসিত বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সমাজমাধ্যমে তিনি লিখেছেন, “নন্দীগ্রাম বিধানসভায়, নন্দীগ্রাম ১ নং ব্লকের সোনাচূড়া সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড-এর পরিচালন সমিতি নির্বাচনে ১২-০ ফলাফলে চোরেদের পরাজিত করে রাষ্ট্রবাদী প্রার্থীরা জয়লাভ করেছেন।”

কৃতজ্ঞতা জানিয়ে শুভেন্দু লিখেছেন, “রাষ্ট্রবাদীদের নির্বাচিত করার জন্য ভোটদাতা সকল সমবায়ী বন্ধুদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করি এবং নির্বাচিত সকল সদস্যদের জাতীয়তাবাদী গৈরিক অভিনন্দন জানাই।”

bjp

আরও পড়ুন: “দুর্নীতির ৮০ শতাংশ টাকা গিয়েছে মুখ্যমন্ত্রীর বাড়িতে”, নিয়োগ দুর্নীতি ইস্যুতে বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর

উল্লেখ্য, নন্দীগ্রামে একের পর এক সমবায়ে জয় পেয়েছে গেরুয়া শিবির। এর আগে গত রবিবার নন্দীগ্রামে বিরুলয়া সমবায় সমিতির ভোটে বড় জয়লাভ করে বিজেপি। সেখানেও ১২ আসনেই বিজেপি সমর্থিক প্রার্থীরা জয়লাভ করেন। বিধানসভা ভোটের আবহে একের পর এক সমবায় জয় যথেষ্টই তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।