বিধানসভার আগে পদ্ম-অস্ত্রে শান, খেজুরীতে কৃষি সমবায় সমিতি নির্বাচনে সব আসন ছিনিয়ে নিল BJP

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : বছর ঘুরলেই বাংলায় বিধানসভা নির্বাচন। ভোটের আগে সম্প্রতি দুর্গাপুরে এসে সভা করে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজ্যে বিজেপির (BJP) লক্ষ্য স্থির করে জয়ের মন্ত্র দিয়ে গিয়েছেন তিনি। এবার মেগা লড়াইয়ের আগে বাংলায় ঘাঁটি আরও শক্ত করল গেরুয়া শিবির। খেজুরী ১ নম্বর ব্লকের কামারদা সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে সব আসনে জয়লাভ করল বিজেপি (BJP)।

খেজুরীতে সমবায় সমিতি নির্বাচনে বড় জয় বিজেপির (BJP)

খেজুরী বিধানসভার খেজুরী ১ নম্বর ব্লকের কামারদা সমবায় কৃষি উন্নয়ন সমিতির পরিচালক মণ্ডলীর নির্বাচনে ১২ টি আসনই দখল করতে সক্ষম হয়েছে গেরুয়া শিবির (BJP)। জয়লাভ করে দলীয় পতাকা নিয়ে গেরুয়া আবির খেলায় মেতে ওঠেন কর্মী সমর্থকরা। ভিডিও শেয়ার করে সুখবর দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

BJP won all seats in khejuri cooperative society election

জয়ের শুভেচ্ছা জানালেন বিরোধী দলনেতা: শুভেন্দু লিখেছেন, ‘খেজুরী বিধানসভার খেজুরী ১ নং ব্লকের কামারদা সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিঃ-এর পরিচালক মণ্ডলী’র নির্বাচনে চোরেদের পরাজিত করে ১২-০ ফলাফলে রাষ্ট্রবাদী প্রার্থীরা জয়লাভ করেছেন। রাষ্ট্রবাদীদের নির্বাচিত করার জন্য ভোটদাতা সকল সমবায়ী বন্ধুদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করি এবং নির্বাচিত সকল সদস্যদের জাতীয়তাবাদী গৈরিক অভিনন্দন জানাই।’

আরও পড়ুন : সুপ্রিম কোর্টে বড় ধাক্কা চাকরিহারাদের, OMR শিট নিয়ে চূড়ান্ত রায় জানিয়ে দিল আদালত

আগেও সমবায় সমিতি নির্বাচনে জিতেছে বিজেপি: চলতি মাসেই খেজুরী বিধানসভার কামারদা বাড় দেউলপোতা সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিঃ -এর পরিচালক মণ্ডলীর নির্বাচনেও বড়সড় জয় পেয়েছিল বিজেপি (BJP)। ৯টি আসনের ৮টি আসনই নিজেদের দখলে রেখেছিল পদ্ম শিবির।

আরও পড়ুন : সংবিধান-আদালত না মানার অভিযোগ, ‘অপরাজিতা বিল’ ফেরত পাঠালেন রাজ্যপাল, কেন্দ্রকে তোপ TMC-র

তার আগে ময়ূরেশ্বর দু নম্বর ব্লকের, কুণ্ডলা পঞ্চায়েতের ইটাহাট সমবায় সমিতির ভোটে ৯ টি আসনেই জয়লাভ করেছিল বিজেপি। একটি আসনও ধরে রাখতে পারেনি বাম, তৃণমূল। ২৬ এর আগে ব্লক স্তরে এই পরপর জয়গুলি যথেষ্ট গুরুত্ব দিয়ে বিচার করছে বিজেপি। বিধানসভা নির্বাচনেও জয়ের এই হার ধরে রাখায় আত্মবিশ্বাসী গেরুয়া শিবির।